গাড়ির মালিকদের জন্য বিরাট ঘোষণা! রাজ্য সরকারের এক সিদ্ধান্তে খুশির হাওয়া বাংলায়

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বহু মানুষের ভরসা দু’চাকার গাড়ি। রাস্তায় বেরোলেই চোখে পড়ে বাইক, স্কুটারের আধিক্য। তবে দিন দিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ার কারণে পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। যে কারণে অনেকেই আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিক্যালের দিকে ঝুঁকছেন। এবার বেদ্যুতিক এবং সিএনজি চালিত গাড়ি নিয়েই বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

গাড়ির মালিকদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের (Government of West Bengal)!

বিদ্যুৎ এবং CNG চালিত গাড়ি পরিবেশের জন্য যে ভালো তা কমবেশি সকলেই জানেন। এবার সেদিকে নজর রেখে ইলেকট্রিক ভেহিক্যাল ট্যাক্স (Electric Vehicle Tax) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগে ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ অবধি কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই সময়সীমা আগামী বছর অবধি বাড়িয়ে দেওয়া হল।

ইলেকট্রিক এবং CNG চালিত গাড়ির মালিকদের জন্য আগামী বছর ৩১ মার্চ অবধি করের চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই সঙ্গেই রেজিস্ট্রেশন ফি ও অতিরিক্ত ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। দূষণ কমাতে এবং পরিবেশের দিকে নজর রেখে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ পুলিশি অনুমতি নেই! নবান্ন অভিযান আটকাতে এবার চরম পদক্ষেপ রাজ্যের, তোলপাড়!

সরকারের তরফ থেকে এই ঘোষণা হতেই একদিকে যেমন ইলেকট্রিক এবং CNG চালিত গাড়ির মালিকরা খুশি হয়েছেন, তেমনই ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। পাশাপাশি যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাঁদের জন্যেও এটা একটা দারুণ সুযোগ।

Nabanna Government of West Bengal

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই এক সিদ্ধান্তে রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিক খুলে যাবে বলে মনে করা হচ্ছে। বাংলার বুকে বৈদ্যুতিক এবং CNG চালিত গাড়ির ব্যবহার বাড়বে বলেও অনুমান করছেন বহু মানুষ। এবার দেখা যাক, সেই অনুমান মেলে কিনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর