বাংলা হান্ট ডেস্ক: এবছর ঈদে পছন্দের জায়গায় নামাজ পড়তে পারল না জঙ্গিনেতা হাফিজ। সন্ত্রাসবাদি কর্মকাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে হাফিজ সইদের। কিন্তু পাকিস্তানের সর্বত্র হাফিজের অবাধ বিচরণ। প্রত্যেক বছরই ঈদ-উল-ফিতরে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম এ নামাজ পড়েন হাফিজ সইদ। তবে এ বছর পাকিস্তান সরকার তাকে সেখানে যেতে অনুমতি দেননি। অগত্যা বাড়ির কাছের জওহর টাউনে এক মসজিদে গিয়ে প্রার্থনা সেরেছেন হাফিজ সইদ।
এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে জঙ্গী প্রধান হাফিজ সইদ গাদ্দাফি স্টেডিয়াম এ নামাজ আদায় করতে চেয়েছিলেন। আবেদনও করেছিলেন হাফিজ। কিন্তু সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার সতর্ক করে হাফিজকে,হাফিজ চটি সেখানে নামাজ পড়তে যেত তাহলে তাকে গ্রেফতার করত পুলিশ। তাই গ্রেফতারি এড়াতে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড নিজের ইচ্ছে স্থগিত রাখেন।
উল্লেখ্য বহু বছর ধরেই গাদ্দাফি স্টেডিয়ামেই নামাজ পড়তেন হাফেজ পাক সরকার বরাবর থেকে ফুল এবং সিকিউরিটি দিয়ে সাহায্য করে এসেছে। এমনকি নামাজ পড়তে গিয়ে সেখানে জমায়েত করে বক্তৃতা দিয়েছেন হাফেজ।কিন্তু সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের চাপে পড়ে পাকিস্তান সরকারকে নিষিদ্ধ জঙ্গি তালিকায় হাফেজ এর নাম ও যুক্ত করতে হয়।