5G অতীত, ভারতে এবার শুরু হতে চলেছে 6G পরিষেবা! Airtel-Jio-Vi-কে “আল্টিমেটাম” সরকারের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে (India) শুরু হয়ে গিয়েছে 5G পরিষেবা। Jio এবং Airtel-এর মতো টেলিকম সংস্থাগুলি সারা দেশে 5G নেটওয়ার্ক উপলব্ধ করেছে। পাশাপাশি, Vodafone-Idea এবং BSNL শীঘ্রই 5G নেটওয়ার্ক চালু করার প্রস্তুতি নিচ্ছে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার চাইছে ভারত সবার আগে 6G পরিষেবা চালু করে যাতে বিশ্ব নেতৃত্ব দিতে পারে।

ভারতে (India) শুরু হতে চলেছে 6G পরিষেবা:

এই কারণেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া Reliance Jio, Bharti Airtel, Vodafone-Idea এবং BSNL-এর মতো টেলিকম সংস্থাগুলিকে ভারতে (India) 6G পরিষেবা ডেভেলপমেন্টের জন্য জোর দিতে বলেছেন।

6G service is about to start in India.

টেলিকম কোম্পানিগুলিকে কি নির্দেশ দিয়েছেন মন্ত্রী: জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় মন্ত্রী গত শুক্রবার টেলিকম অপারেটরদের সাথে উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিয়েছিলেন। যেখানে তিনি 6G টেকনোলজির ডেভেলপমেন্টে নেতৃত্ব দেওয়ার ওপর জোর দেন। এর আগে ভারতে (India) 6G চালু করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে, ভারত টেকনোলজি সেক্টরে খুব দ্রুত কাজ করছে এবং শীঘ্রই 6G-তে প্রবেশ করতে চলেছে।

আরও পড়ুন: বাড়ল ভারতের চিন্তা! চুপিচুপি ভয়ঙ্কর সাবমেরিন লঞ্চ করল চিন, ক্ষমতা জানলে চমকে উঠবেন

টেলিকম অপারেটর এই দাবি জানিয়েছে: এদিকে, প্রধানমন্ত্রী মোদীর ঘোষণার পর, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য 6G চালু করার জন্য তাঁর প্রচেষ্টা জোরদার করেছেন। যাতে ভারতে (India) 6G প্রথম চালু করা যায়। উল্লেখ্য যে, ET-র রিপোর্ট অনুসারে, টেলিকম অপারেটররা বৈঠকে রাইট অফ পারমিট-এর সরলীকরণের দাবি জানিয়েছে। এছাড়া বিদ্যুতের হার ও শুল্ক কমানোর দাবির ওপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: আর মিলবে না রেহাই! অনিল আম্বানির পর এবার এই বিজনেসম্যানকে নিষিদ্ধ করল SEBI, সামনে এল কারণ

গঠন করা হয়েছে টাস্ক ফোর্স: ভারতে (India) 6G পরিষেবা চালু করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যাতে হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য 6G রোলআউট করা যায়। উল্লেখ্য যে, ভারত সবথেকে দ্রুত 5G রোলআউটকারী দেশ। এমতাবস্থায়, সরকার ভারতে 5G এবং 6G নেটওয়ার্ককে ফুলপ্রুফ করার চেষ্টা করছে। এছাড়াও এতে দেশীয় প্রযুক্তির ব্যবহার করা হবে। এই কারণেই ভারত অভ্যন্তরীণভাবে 6G সেমিকন্ডাক্টর তৈরির ওপর জোর দিয়েছে। তবে, ভারতে 6G পরিষেবা কবে চালু হবে এই বিষয়ে নির্দিষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর