বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর ফুঁসে উঠেছে গোটা দেশ। অপরাধীর শাস্তির দাবিতে এককাট্টা হয়েছে সকলে। এই আবহে এবার নারীসুরক্ষা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে রাজ্য সরকারগুলির উদ্দেশে ‘বিশেষ’ বার্তাও দিলেন তিনি।
নারীসুরক্ষা নিয়ে কী বললেন মোদী (Narendra Modi)?
রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ সম্মেলন থেকে নারীসুরক্ষার বিষয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ফের একবার আমি প্রত্যেকটি রাজ্য সরকারকে (State Government) বলতে চাই, মহিলাদের উপর অপরাধের ঘটনা মেনে নেওয়া যায় না’। পিএম মোদী বলেন, ‘কে দোষী সেটা বড় কথা নয়, তবে তারা যেন ছাড় না পায়’।
প্রধানমন্ত্রী এদিন বলেন, নারীসুরক্ষা (Women Safety) অত্যন্ত জরুরি একটি বিষয়। একইসঙ্গে ঘোষণা করেন, মেয়েদের উপর যারা নির্যাতন করছেন, তাঁদের সাজা সুনিশ্চিত করতে আইন আরও কঠোর করছে কেন্দ্র। এদিন নির্দিষ্ট করে কোনও রাজ্যের নাম না নিলেও, আরজি কর ঘটনার আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ গ্যাস থেকে আধার, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! সমস্যায় পড়ার আগে জানুন
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্ষণ রুখতে কড়া আইন আনার আবেদন জানিয়ে মোদীকে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লেখেন, এই ধরণের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশ্যাল কোর্টে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায়, সেই কারণে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর আজ ‘লাখপতি দিদি’ সম্মেলনে নারীসুরক্ষা নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
এর আগে স্বাধীনতা দিবসের দিনও মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন পিএম মোদী (Narendra Modi)। বলেছিলেন, ‘নারীদের ওপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করা উচিত। সম্পূর্ণ দেশ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আমি রাগের বিষয়টা বুঝতে পারছি। দেশ, রাজ্য সরকার এবং সমাজকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত’।