বাংলা হান্ট ডেস্ক: সৌদি আরবের ক্ষেপণাস্ত্র মজুদের বাড়বাড়ন্তের পেছনে যে চীনের হাত রয়েছে এমন প্রমাণ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন গণমাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রকল্পে যে চীন সরাসরি সাহায্য করছে এমন প্রমাণ পাওয়ার দাবি জানিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। এ দাবি যদি প্রমাণিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের মিসাইল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের তিন দশকের কৌশল হুমকির মুখে পড়বে।
মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব সম্প্রতি ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াতে চীনের কাছ থেকে নির্মাণকেন্দ্রের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তি কিনেছে।
এদিকে এই গুরুত্বপূর্ণ খবরটি মার্কিন কংগ্রেসের শীর্ষ সদস্যদের কাছ থেকে চেপে যাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে ডেমোক্র্যাট সিনেটররা।সিনেটরদের অনেকে মনে করছেন সৌদি আরবের এমন পদক্ষেপ এর পেছনে ট্রাম্প প্রশাসনের নিরব অনুমোদন রয়েছে।
এ বছরের শুরুতে ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছিল,নিজের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাতে যাচ্ছে সৌদি আরব।বিশেষজ্ঞরা স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র প্রায় তৈরি করে ফেলেছে সৌদি আরব। আর এই নির্মাণ কেন্দ্রে ব্যবহৃত হয়েছে চীনা প্রযুক্তি। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৪৫ মাইল দূরে আল- ওয়াতাহতে তৈরি হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল সৌদি আরবের সঙ্গে চীনের অস্ত্র বাণিজ্য আছে। যদিও সৌদি আরব কিংবা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।