১১জুন হেয়ার স্কুলের মাঠে বিদ্যাসাগরের মূর্তির পুনঃপ্রতিষ্ঠা :পার্থ

বাংলা হান্ট ডেস্ক : ১১জুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন করা হবে হেয়ার স্কুলের মাঠে। শনিবার একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী জানান, হেয়ার স্কুলের মাঠে বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তির পুনঃপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ডাকা হবে বিশিষ্টজনেদের। এছাড়াও বিদ্যাসাগরের আরও একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১জুন মূর্তির পুনঃপ্রতিষ্ঠার কথা জানিয়েছিলেন। কিন্তু কোন স্থানে হবে তা পার্থ চট্টোপাধ্যায় বললেন।

f2399 2c98fe5b 8ef2 4652 be2b 510736ac39e5 আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গোলমালকে কেন্দ্র করে ভেঙে যায় যে বিদ্যাসাগরের মূর্তি।তাই পুনঃপ্রতিষ্ঠার আয়োজন ১১ই জুন।

সম্পর্কিত খবর