RG Kar কাণ্ডে, কাঞ্চন মল্লিকের নিশানায় সরকারি কর্মচারীরা, সারাসরি ‘খোঁচা’ দিলেন বেতন নিয়ে

বাংলা হান্ট ডেস্ক : এবার কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) নিশানায় আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। আরজিকর কান্ডের (RG Kar Case) পর থেকেই  দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। নির্যাতিতা তরুণীর নির্মম হত্যার বিচারের দাবিতে তোলপাড় দেশ- রাজ্য-রাজনীতি। সাধারণ মানুষের পাশাপাশি প্রচন্ড ক্ষোভে ফুঁসছেন বিনোদন জগতের তারকারাও। এই মুহূর্তে তিলোত্তমার অপরাধীদের কঠিনতম শাস্তির পাশাপাশি আরও কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

RG Kar কাণ্ডে সরকারি কর্মচারীদের বিঁধলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)

এসবের মধ্যেই এবার আরজিকর প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা তথা উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সরাসরি বেতন নিয়ে খোঁচা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এদিন প্রশ্ন ছুঁড়ে দিয়ে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) বলেছেন, ‘অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি ঘোষণা করেছেন। তারা কি সরকারি বেতন নেবেন না?’

আরজিকর কাণ্ডে শুরু থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।এই সুযোগে রাজ্যের বিরোধীরাও বারবার কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতা কর্মীদের। যদিও সকলের সমস্ত দাবি বারবার নাস্যাৎ  করে দিয়ে অপরাধীদের চরম শাস্তির দাবিতে জেলায় বিক্ষোভ করছে তৃণমূল। রবিবার সকালেও তেমনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্না মঞ্চ করে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন : ‘স্বচ্ছ ভারতের থেকে সুরক্ষিত ভারত বেশি প্রয়োজন!’ RG Kar কাণ্ডে নরেন্দ্র মোদিকে নিশানা শুভশ্রীর

এদিনের সেই ধর্ণা মঞ্চ থেকেই  উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) আর জি করের ঘটনার সমালোচনা করার পাশাপাশি রাজ্যের শাসক দল এবং কলকাতা পুলিশের পক্ষ নিয়ে বলেছেন, ‘আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমিও সচেতন নাগরিক হিসেবে বলছি, আমার বাড়িতেও স্ত্রী, মা ও দিদি রয়েছেন। আমিও চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনায় একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। কলকাতা পুলিশই গ্রেফতার করেছে।’

Kanchan Mullick

পরক্ষণেই আন্দোলনকারী চিকিৎসকদের আক্রমণ করে কাঞ্চন এদিন প্রশ্ন তুলেছেন, ‘আজ আন্দোলনের নামে ডাক্তাররা কর্মবিরতি করছেন। সবাই বলে ডাক্তার মানে ভগবান। গ্রাম থেকে আসা মানুষ ছুটে আসেন চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছে? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তারদের ভগবান বলতে মানুষকে দু’বার ভাবতে হয়।’

এখানেই শেষ নয়, সুর চড়িয়ে তৃণমূল বিধায়ক এদিন সরকারি কর্মচারীদের নিশানা করে বলেছেন, ‘এটা গণতান্ত্রিক দেশ। সবাই নিজের মতো কাজ করতে পারেন। অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না বলছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? এটা আমার প্রশ্ন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর