Lalbazar: রাতভর জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ, পাশে টলিপাড়া, এবার পথে নামার ঘোষণা ‘তিলোত্তমা’র মায়ের

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরুতেই জুনিয়র ডাক্তারদের লালবাজার (Lalbazar) অভিযান সাড়া ফেলেছে রাজ্য জুড়ে।। দিনের পর দিন কেটে গেলেও ‘তিলোত্তমা’র বিচার এখনো অধরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের পাশবিকতা রাজ্য সহ গোটা দেশে। ঘটনায় জড়িত সব অভিযুক্তদের শাস্তি এবং প্রত্যেক চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সুরক্ষার দাবিতে প্রথম দিন থেকেই বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। কিন্তু এই মামলায় তেমন লক্ষণীয় অগ্রগতি কিছুই চোখে পড়েনি। উপরন্তু ১৪ ই অগাস্ট রাতে কলকাতা পুলিশের সামনেই আরজিকরে হামলার ঘটনা ক্ষোভ আরো বাড়িয়েছে। শেষমেষ সোমবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজার (Lalbazar) অভিযানের ডাক দেয় জুনিয়র ডাক্তাররা।

লালবাজার (Lalbazar) অভিযানে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র ডাক্তাররা

সারাদিন অবস্থান বিক্ষোভ করে রাতেও লালবাজারে (Lalbazar) কলকাতা পুলিশের সদর দফতরের সামনেই বসে থাকতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের। তবে তাঁরা এদিন একা ছিলেন না। অবস্থানরত চিকিৎসকদের মনের জোর বাড়াতে তাঁদের পাশে দাঁড়ান টলিউডের বেশ কিছু তারকা সহ সিনিয়র চিকিৎসকরাও। এদিন রাতে লালবাজারে (Lalbazar) অবস্থান বিক্ষোভে পৌঁছান অভিনেত্রী চৈতি ঘোষাল, সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। ডিউটি সেরে জুনিয়র চিকিৎসকদের ‘বুস্ট আপ’ করতে হাজির হন সিনিয়র চিকিৎসকরাও।

আরো পড়ুন : Natasha Stancovic: বিচ্ছেদের পরেই ফের প্রেম, হার্দিকের নতুন সম্পর্কের গুঞ্জনের মাঝেই কামব্যাক নাতাশার

প্রতিবাদে সামিল চৈতী-সোহিনীরাও

রবিবারের টলিপাড়ার বিক্ষোভে অনেকেই প্রতিবাদ মিছিলে বেরিয়ে রাত জেগেছিলেন। সে কথা উল্লেখ করে সোহিনী এদিন বলেন, জুনিয়র চিকিৎসকদের আজ এখানে দেখে চলে এসেছেন তাঁরা। চিকিৎসকদের পাশে আছেন। যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ প্রতিবাদ চলবে। সোহিনী আরো বলেন, এত পড়াশোনা করে এতদূর এসে বিচারের দাবিতে রাস্তায় বসেছেন তাঁরা। এঁরা কেউ রাজনীতি করতে আসেননি। তাঁদের একটাই দাবি, বিচার চাই। জুনিয়র ডাক্তারদের পাশে থাকা সকলের কর্তব্য।

আরো পড়ুন : Elon Musk: ‘এই সরকারে খুশি নয় মানুষ’, ব্রাজিলে এক্স বন্ধ হতেই খোঁচা এলন মাস্কের

সন্দীপ ঘোষের গ্রেফতারি আংশিক জয়

বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে এদিন দুপুর থেকে লালবাজার (Lalbazar) পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে শুধু লাল গোলাপ, বিচারের দাবিতে গান, স্লোগান এবং একটি প্রতীকী মেরুদণ্ড। অথচ এই নিরস্ত্র চিকিৎসকদের আটকাতে নামানো হয় হেলমেট পরিহিত, ঢাল নেওয়া বিশাল পুলিশ বাহিনী। রাখা হয় টিয়ার গ্যাসের সেল, রাজপথে তড়িঘড়ি তৈরি করে ফেলা হয় লোহার শক্তপোক্ত দেড় মানুষ সমান উঁচু ব্যারিকেড। কিন্তু জুনিয়র চিকিৎসকদের দমানো যায়নি। রাত হতেই খবর আসে, দুর্নীতি গ্রাউন্ডে সিবিআই গ্রেফতার করেছে আরজিকর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। একে ভালো খবর বললেও জুনিয়র ডাক্তারদের মতে, এটা আন্দোলনের আংশিক জয়। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁরা অনড় থাকবেন।

Lalbazar

পথে নামার ঘোষণা নির্যাতিতার মায়ের

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে অভিনন্দন জানালেন ‘তিলোত্তমা’র মা। জানালেন, এবার পথে নামবেন তিনিও। ৪ ঠা সেপ্টেম্বর ‘রাত দখল’ এর কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আরজিকরে রাত দখলের অভিযানে তিনি পাশে দাঁড়াবেন জুনিয়র ডাক্তারদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর