বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা অভিনেত্রী চাঁদনি সাহাকে (Chandni Saha) নিশ্চয়ই চিনবেন। টেলিভিশন জগতে তাঁর উত্থান নায়িকা হিসেবেই। ‘বিন্দি’র হাত ধরেই জনপ্রিয়তা চাঁদনির (Chandni Saha)। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল আর কোনো মুখ্য চরিত্রে দেখা যায় না তাঁকে। হঠাৎ নায়িকা থেকে পার্শ্বচরিত্রে বদলের কারণ কী?
নায়িকা হয়েই কেরিয়ার শুরু চাঁদনির (Chandni Saha)
বাংলা সিরিয়ালের জগতে চাঁদনির (Chandni Saha) পথচলা শুরু হয় ‘বিন্দি’ সিরিয়ালের হাত ধরে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। বেশ প্রশংসিতও হয়েছিল তাঁর অভিনয়। এমনকি এখনো অনেক সিরিয়ালপ্রেমীই মনে রেখে দিয়েছেন এই ধারাবাহিকটিকে। ‘বিন্দি’র আর পেছন ফিরে তাকাতে হয়নি চাঁদনিকে (Chandni Saha)। একে একে ‘কাছে আয় সই’, ‘বেনে বউ’, ‘মনসা’র মতো সিরিয়ালে মুখ্য চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হঠাৎই হয় ছন্দপতন।
আরো পড়ুন : Titiksha Das: ফের দুই বোনের গল্পে চড়বে টিআরপি, ‘ইচ্ছে পুতুল’ এর পর নতুন রূপে কামব্যাক তিতিক্ষার
সাইড রোলেই আটকে গিয়েছেন অভিনেত্রী
নায়িকা থেকে এক ধাক্কায় পার্শ্বচরিত্রে শিফট করেন চাঁদনি (Chandni Saha)। কখনো খলনায়ক, কখনো ইতিবাচক চরিত্র, সবেতেই সাইড রোলেই দেখা যাচ্ছে তাঁকে। বর্তমানে বিভিন্ন সিরিয়ালে ননদ, বৌদির ভূমিকাতেই বেশি দেখা যায় চাঁদনিকে (Chandni Saha)। কিন্তু তাঁর হঠাৎ এই পরিবর্তনের কারণ কী? আর মুখ্য চরিত্রে কেন দেখা যায় না চাঁদনিকে? সম্প্রতি এ প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী।
আরো পড়ুন : Swastika Mukherjee: প্রতিবাদ মিছিলে হেসে ভাইরাল, ‘বেশ করেছি হেসেছি, যত ট্রোল করবি কর’, পালটা স্বস্তিকার
কেন আর দেখা যায় না নায়িকার ভূমিকায়
এক সাক্ষাৎকারে চাঁদনি (Chandni Saha) বলেন, এমন নয় যে তাঁকে খুব কষ্ট করে কাজ পেতে হয়েছে তাঁকে। কাজের খিদে থাকলেও বেশি চাহিদা নেই তাঁর। ডাল ভাতেই খুশি তিনি। শুধু পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে চান তিনি। তবে চাঁদনি বলেন, মুখ্য চরিত্রে না পেয়ে কেন তিনি শুধু পার্শ্বচরিত্রেই সুযোগ পান সেটা তিনিও জানেন না। অনেকে বলেন, খলনায়কের চরিত্রে অভিনয় করার পর থেকেই তাঁর প্রতি দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলেছে। তারপর থেকেই আর লিভ রোলে সুযোগ পান না চাঁদনি।
‘এখানে আকাশ নীল’ সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল চাঁদনিকে। তবে অভিনেত্রী বলেন, ওই সিদ্ধান্তটা সম্পূর্ণ তাঁর নিজের ছিল। ভাবলে খারাপ লাগলেও তিনি যা করছেন তাতে তাঁর কোনো আক্ষেপ নেই। সোশ্যাল মিডিয়ায় তেমন ফরোয়ার্ড নেই। তাই দুটি বিজ্ঞাপনে সুযোগ পেয়েও করতে পারেননি। তাঁকে জানানো হয়েছিল, ইনস্টাগ্রামে ফলোয়ার্স কম থাকায় কাজ পাবেন না তিনি, জানান চাঁদনি।