গণেশ চতুর্থীতে চলছে ধনতেরাস অফার! এক ধাক্কায় আবার সস্তা সোনা, কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : সিদ্ধিদাতা গণেশের আগমনের সাথে সাথেই আজ সোনার দাম কমে চলে এসেছে মধ্যবিত্তের হাতের মুঠোয়। আজ দেশ জুড়ে মহা ধুমধাম করে উদযাপন করা হচ্ছে গণেশ চতুর্থী। যুগের এখন শুধু আরব সাগর পাড়ে মুম্বাইয় নিবাসীদের মধ্যেই আবদ্ধ নেই। এই বিরাট উৎসব এখন মহা সমারোহে পালিত হচ্ছে শহর কলকাতাতেও। আজ এই উৎসবের দিনেই আরও  খানিকটা কমে গিয়েছে হলুদ ধাতুর দাম (Gold Price)।

কলকাতায় সোনার দাম কত (Gold Price)?

তাই এই সুযোগটা কিন্তু ভুলেও হাতছাড়া করা যাবে না। এই সুযোগটাকে কাজে লাগিয়েই এই মুহূর্তে অনেকেই দোকানে ছুটছেন সোনা কিনতে। তবে শুধু সোনা নয় আজকের দিনে একই সাথে পাল্লা দিয়ে অনেকটা সস্তা হয়েছে রুপোর দাম-ও। তাই  উৎসবের মরশুমে সোনা কিনা রাখতে পারলে কিন্তু আখেরে লাভ হবে আপনারই।মূল্যবান ধাতু সোনার গয়না শুধু নয় অনেকেই ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের জন্য-ও কিনে রাখতে পারেন সোনার বার কিংবা কয়েন-ও। তাই এত কম দামে সোনা (Gold Price) রুপা কেনার সুযোগ হাতছাড়া করলে কিন্তু বিরাট লস।

কলকাতায় কত সস্তা হল ২৪ ক্যারেট সোনা?

আজ কলকাতায় অবিশ্বাস্য, হারে কমেছে সোনার দাম (Gold Price)। জানা যাচ্ছে আজ শনিবার গণেশ চতুর্থীর দিন ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনা কিনতে গেলে  খরচ হবে মোট  ৭ হাজার ২৮৭ টাকা। এছাড়াও আজ ১০ গ্রাম ওজনের সোনার বিক্রি হচ্ছে ৭২ হাজার ৮৭০ টাকায়। একইভাবে ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে মোট ৭ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা। যা গতকালের তুলনায় ৪ হাজার ৪০০ টাকা কম।

আরও পড়ুন : কাঞ্চনই দিতে পারছেন না, ‘ঈশ্বরের কাছে কী চাইব!’ কীসের এত অভিমান শ্রীময়ীর?

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত?

কলকাতায়, শনিবার ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) পড়বে ৬ হাজার ৬৮০ টাকা। অৰ্থাৎ সমমানের ১০ গ্রাম কিনতে গেলে আজ খরচ হবে মোট ৬৬ হাজার ৮০০ টাকা। অন্যদিকে আজ মোট ১০০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬৮ হাজার টাকা। এরফলে একদিনেই ২২ ক্যারেটের সোনার দাম কমল ৪০০০ টাকা।

Gold Price

১৮ ক্যারেট সোনা কিনতে কত খরচ হবে?

আজ অর্থাৎ শনিবার ৭ অগস্ট কলকাতায় ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৬৬ টাকায়। এরফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের সোনা পাওয়া যাবে মাত্র ৫৪ হাজার ৬৬০ টাকায়। এরফলে ১০০ গ্রাম ওজনের  সোনার দাম আজ ৫ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। এরফলে একদিনেই সোনার দাম কমল ৩২০০ টাকা

কলকাতায় রুপোর দাম কত?

আজ সোনার পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। আজ ১ কেজি রুপো কিনতে খরচ  হবে মোট ৮৪ হাজার ৫০০ টাকা। যার ফলে আজ একদিনে মোট ২৫০০ টাকা কমল সোনার দাম।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর