বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে শপিং এর মজা নষ্ট করতে ফের হাজির দুর্যোগ। আগেই নিম্নচাপের আশঙ্কার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আজ থেকে টানা দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা।
পুজোর মেজাজ মাটি করবে বৃষ্টি?
আজ ও আগামীকাল কলকাতা সংলগ্ন হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তিলোত্তমায়। দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ওদিকে নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: Television: নায়িকা হওয়ার শখ? টেলিভিশনে আসতে হলে থাকতেই হবে এই ৪ গুণ, টিপস লীনা গঙ্গোপাধ্যায়ের
উত্তরের আবহাওয়া: আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।