পেট্রোল অতীত! এবার নতুন জ্বালানি ভরুন গাড়িতে! হু হু করে নামবে খরচ, বাঁচবে এত্ত টাকা

বাংলাহান্ট ডেস্ক : মুদ্রাস্ফীতির কারণে তেলের দাম উর্ধ্বমুখী। দু’চাকা বা চার চাকা গাড়ি থাকলে বাড়িতে, ভালই টের পাওয়া যায় জ্বালানির জ্বালা। পেট্রোলের বদলে গাড়িতে এমন জ্বালানি (Fuel) ভরুন যাতে সাশ্রয় হয়। এই ফুয়েল ভরতে খরচ হবে না বেশি। ফ্লেক্স ফুয়েল সাপোর্টেড গাড়ি লঞ্চ করছে দেশের বেশ কিছু গাড়ি প্রস্তুতকারী কোম্পানি।

কমবে জ্বালানির (Fuel) খরচ

এতে মাসে পেট্রোল খরচ কমবে। ফ্লেক্স ফুয়েল বা জ্বালানি জিনিসটা কি জানেন? পেট্রোলের সঙ্গে মিথানল মিশিয়ে বিশেষ প্রকার জ্বালানি হল ফ্লেক্সিয়াল। এখন ফ্লেক্স ফুয়েলকে পেট্রোল-ডিজেলের বিকল্প। মিথানল ও ইথানলের মিশিয়ে এই জ্বালানি প্রস্তুত করা হয়। আগামী দিনে E20 এবং E50-তে রূপান্তরিত হবে এই জ্বালানি।

আরোও পড়ুন : ৯০ ডিগ্রিতে দু’পা! ৪ ডিগ্রি সেলসিয়াসে কেন ‘সোয়াব’ সংরক্ষণ হল না? আরজি কর মামলায় বিরাট মোড়

 E20 পেট্রোল তৈরি করতে পেট্রোলে মেশানো হয় ২০ শতাংশ ইথানল। এই পেট্রোল সাধারণ পেট্রোলের চেয়ে অনেক সস্তা। ৮০ শতাংশ পেট্রোল ও ২০ শতাংশ ইথানল ব্যবহার করে তৈরি করা হয় এই বিশেষ পেট্রোল। যদিও খুব কম সংখ্যক পেট্রোল পাম্পে এই পেট্রোল বিক্রি হয়। দেশের প্রথম সংস্থা হিসেবে এমন পেট্রোল বিক্রি করছে জিও-বিপি পেট্রোল পাম্প।

আরোও পড়ুন : মিসেস ঝুনঝুনওয়ালা থেকে রেখা ঝুনঝুনিওয়ালা! এই মহিলার সপ্তাহে আয় কত জানেন? চমকে দেবে হিসেব

পেট্রোলের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য এই জ্বালানির (Fuel) প্রসার ঘটাতে চাইছে সরকার। এই বিশেষ প্রকার E20 পেট্রোল তৈরি করতে ব্যবহৃত হয় ৮০ শতাংশ পেট্রোল। এই পেট্রোলের ৮০ শতাংশের দাম ৭৬.৮০ টাকা প্রতি লিটার হবে। আবার ইথানলের (Ethanol) দাম প্রতি লিটার প্রায় ৫৫ টাকা।

Fuel

২০ শতাংশ ইথানলের মোট দাম লিটার প্রতি ১১ টাকা। E20 পেট্রোলের লিডার প্রতিদান ছিল ৮৭.৮০ টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮ টাকা সস্তা হয়েছে। তাই এক্ষেত্রে সব পেট্রোল পাম্পে যদি এমন তেল (Fuel) ব্যবহার করা হয় খরচ বাঁচবে বৈকি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর