বাংলা hunt ডেস্ক : এই মুহূর্তে প্রবলভাবে খবরের শিরোনামে আছেন তিনি।নিজের অভিনয় প্রতিভার পাশাপাশি অভিনেত্রী সারা আলী খানের সাথে তার ব্যক্তিগত জীবন কে কেন্দ্র করে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন তিনি।তার মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ” লুকাছুপি ” দর্শকদের ভালো বাসা পেয়েছিলো।এহেন বলিউডের এইমুহুর্তে সবচেয়ে চর্চিত অভিনেতা কার্তিক আরিয়ান ” ভুলভুলাইয়া ” ছবির সিকুয়েলে অভিনয় করতে চলেছেন এমনটাই তৈরি হয়েছে জল্পনা।
২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রথম ভাগে অভিনয় করতে দেখা গেছিলো অক্ষয় কুমার এবং বিদ্যা বালান কে।এইবার সেই ছবির পরবর্তী ভাগে অভিনয় করতে চলেছেন কার্তিক এমনটাই মনে করা হচ্ছে।
শোনা যাচ্ছে চিত্রনাট্য পছন্দ হয়েছে কার্তিকের।প্রসঙ্গত, সদ্য ইমতিয়াজ আলী পরিচালিত ” লাভ আজ কাল – ২ ” ছবির শুটিংয়ের কাজ সেড়েছিলেন কার্তিক।ছবিতে তার সাথে অভিনয় করছেন সারা আলী খান।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার