ভালোবাসার অত্যাচার, আপত্তিকর ভাবে স্পর্শ-চুমু! ভক্তদের কাণ্ডে যা করেছেন এই তারকারা জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : ভক্তরাই (Fan) তৈরি করেন তারকা (Celebrities)। অভিনেতা অভিনেত্রীরা তাই খুব ভালো ভাবেই জানেন ভক্তদের (Fan) গুরুত্ব। এক একজন তারকার ভক্তদের সংখ্যাও হয় অগুনতি। প্রিয় অভিনেতা অভিনেত্রীর ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানার আগ্রহ তো কমবেশি সকলেরই থাকে। আর ভক্তদের (Fan) জন্য তারকারাও অনেক সময় শেয়ার করে থাকেন ব্যক্তিগত জীবনের নানান ঝলক।

ভক্তদের (Fan) অতিরিক্ত ভালোবাসা এভাবে সামলেছেন তারকারা

তবে অনেক সময় ভক্তদের (Fan) ভালোবাসা একটু বেশিই বেড়ে গেলে তা অনেক সময় অত্যাচারের পর্যায়ে চলে যায়। অনেক সময়ই সীমা ছাড়িয়ে যান ভক্তরা (Fan)। বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই ঘটেছে এমন ঘটনা। কিন্তু কয়েকজন এতটাই ঠাণ্ডা মাথায় এমন পরিস্থিতি সামলেছেন যে জানলে অবাক হয়ে যাবেন।

আরো পড়ুন : মাত্র ১৮ বছর বয়সেই… বাবা ধর্মেন্দ্রর বিরুদ্ধে বিষ্ফোরক মেয়ে এষা

অক্ষয় কুমার- বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তাঁর ভক্তদের (Fan) সংখ্যা গুনে শেষ করা যাবে না। এই ভক্তদের (Fan) জন্য অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়েছেন তিনি। মুম্বইয়ে ‘সেলফি’ ছবির প্রচারের সময়ে এক মহিলা হঠাৎ করেই খুব কাছে চলে আসেন অক্ষয়ের। সেলফি তুলতে গিয়ে আপত্তিকর ভাবে স্পর্শ করেন তিনি অভিনেতাকে। ওই পরিস্থিতিতে নড়াচড়া না করে সম্পূর্ণ চুপ করে গিয়েছিলেন অক্ষয়।

আরো পড়ুন : ‘বাঙালি হিসেবে গর্বিত, কলকাতাকে নিয়ে নয়’, শহরের দুরবস্থার কারণ নিয়ে বিষ্ফোরক অভিজিৎ

বিদ্যা বালান- গজল শিল্পী পঙ্কজ উধাসের মৃত্যুর তাঁকে শেষ সম্মান জানাতে তাঁর বাসস্থানে গিয়ে ভক্তদের (Fan) মাঝে ফেঁসে যান বিদ্যা। এক ভক্ত রীতিমতো জোর করতে থাকেন তাঁকে সেলফি তোলার জন্য। তবে ওই পরিস্থিতিতেও মেজাজ না হারিয়ে সম্পূর্ণ শান্ত থেকে সকলকে সেলফি না তোলার জন্য আবেদন করেন অভিনেত্রী।

Fan

হেমা মালিনী- মুম্বইয়ে একটি অ্যালবাম লঞ্চ অনুষ্ঠানে গিয়ে ভক্তদের (Fan) মাঝে পড়ে গিয়েছিলেন হেমা। তখনই এক ভক্ত তাঁর অনুমতি ছাড়াই তাঁর কাঁধে হাত রাখার চেষ্টা করেন। এতে বিরক্ত হলেও মেজাজ হারাতে দেননি হেমা।

Fan

ববি দেওল- নিজের জন্মদিন উদযাপনের সময়ে ভক্তদের মাঝে গিয়েছিলেন ববি। তখনই এক মহিলা ভক্ত (Fan) হঠাৎই তাঁর গালে চুম্বন করেন। কিন্তু একেবারেই না রেগে শান্ত ভাবে পরিস্থিতি সামাল দিয়ে ওই মহিলাকে ধন্যবাদও দেন ববি দেওল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর