বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার থেকে শনিবার। রোদ, জল, বৃষ্টি মাথায় নিয়ে একটানা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরিস্থিতি তৈরি হলেও শেষমেষ তা ভেস্তে যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘর অবধি পৌঁছেও ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা। শনিবার মমতা (Mamata Banerjee) নিজেই স্বাস্থ্য ভবন পৌঁছে গেলেন।
শনিতেই ডাক্তারদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)?
এদিন আচমকাই সল্টলেক পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার থেকে এখানেই স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে অবস্থান করছেন তাঁরা। এবার তাঁদের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে গেলেন মমতা। জানা যাচ্ছে, তাঁর সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
- ‘কোনও অবিচার হতে দেব না’: মমতা
এদিন জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে পৌঁছনোর পর বেশ কিছুক্ষণ মাইক হাতে দাঁড়িয়ে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে। তিনি পৌঁছনোর পর বিচারের দাবিতে স্লোগান উঠতে শুরু করে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর মমতা (Mamata Banerjee) বলতে শুরু করেন। মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তাজনিত বারণ থাকা সত্ত্বেও তিনি নিজে ছুটে এসেছেন। তাঁর কথায়, ‘আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি নিজেই ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। কাল ঝড়জল হয়েছে। যেভাবে আপনারা বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। ৩৪ দিন ধরে আপনারা বসে আছেন। আমিও রাতের পর রাত ঘুমোইনি। আপনারা যদি রাস্তায় থাকেন, আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়’।
আরও পড়ুনঃ একই জেলে রয়েছেন সন্দীপ! শোনামাত্রই সঞ্জয় যা বললেন … চমকে উঠলেন সকলে
মুখ্যমন্ত্রী বলেন, জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) কাজে ফিরলে তাঁদের দাবিদাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখবেন। তিনি একা সরকার চালান না, সবার সঙ্গে আলোচনা করে দেখবেন বলে আশ্বাস দেন মমতা। কেউ দোষী হলে, শাস্তি পাবেন, জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ফের একবার জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করেন, ‘আপনারা কাজে ফিরুন। আমি আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেব না’।
মমতা (Mamata Banerjee) বলেন, ‘আপনারা আমাদের ঘরের ভাইবোন। কোনও অবিচার আমি হতে দেব না। নতুন করে সকল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি তৈরি হবে। সেখানে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, পুলিশ, নার্স থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজি করের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। নতুন করে গঠন করা হবে। বাকি আপনাদের যা দাবি রয়েছে, কেউ সত্যি দোষী হলে, সাজা পাবে’। তিনি বলেন, কেউ তাঁর বন্ধু অথবা শত্রু নয়। যাদের তাঁর ‘বন্ধু’ হিসেবে দাবি করা হচ্ছে, তাঁদের তিনি চেনেন না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মমতা (Mamata Banerjee) জানান, তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বড় দিদি হিসেবে এসেছেন। আন্দোলনের সমব্যথী হিসেবে এসেছেন। ‘আমাকে সময় দিন, ভালো থাকুন’ বলেন তিনি। একইসঙ্গে জানান, ‘আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়, বড় করা। এটা আমার শেষ চেষ্টা’। এদিকে জানা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকরা আলোচনায় বসতে চাইছেন। পরবর্তীকে কী হয় সেদিকেই নজর সকলের।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার