বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং বাংলাদেশের মধ্যে এবার শুরু হতে চলেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series)। যার প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। পাশাপাশি, ওই টেস্ট ম্যাচটি সম্পন্ন হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এদিকে, ইতিমধ্যেই চেন্নাইতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শুরু হয়ে গিয়েছে অনুশীলনের পর্বও।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের (India-Bangladesh Test Series) আগে “বিশেষ পরিকল্পনা”:
পাশাপাশি, চেন্নাইতে একটি প্রি ক্যাম্প শুরু করা হয়েছে। যেখানে, রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং বুমরাহর মত অভিজ্ঞ খেলোয়াড়েরা হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে অনুশীলন করছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাইয়ের এই স্টেডিয়ামে লাল মাটির পিচ দেখা গিয়েছে। যেখানে কিছু স্পট এবং হালকা ঘাস ছিল। এদিকে, ক্যাম্পের প্রথম দিন বিকেল ৩ টে পর্যন্ত অনুশীলন করেন খেলোয়াড়রা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এবার ভারতের টেস্ট মরশুম অত্যন্ত দীর্ঘ হতে চলেছে। যেখানে ভারতকে মোট ১০ টি টেস্ট ম্যাচ খেলতে হবে। নির্ধারিত সুচি অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে ২ টি টেস্ট ম্যাচ (India-Bangladesh Test Series) খেলার পর, টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টি টেস্ট ম্যাচ খেলতে হবে এবং তারপরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরে যেতে হবে। এমতাবস্থায়, বাংলাদেশের বিরুদ্ধে ভালো পারফর্ম করে মরশুম শুরু করার চেষ্টা করবে ভারতীয় দল। এই কারণে এখন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা একটি বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন: “আমি এখানে….”, মহাকাশে ৪২০ কিমি দূর থেকে সাংবাদিক সম্মেলন সুনীতার! জানালেন “দুঃখের কথা”
চেন্নাইতে টেস্টের (India-Bangladesh Test Series) জন্য লাল মাটির পিচ ব্যবহার করা হতে পারে: মূলত, একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে চেন্নাইয়ে সম্পন্ন হতে চলা টেস্টে লাল মাটির পিচ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে, বাংলাদেশের শক্তি কমাতে এটা করা হচ্ছে। কারণ তাদের খেলোয়াড়রা কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত এবং এই পিচে স্পিনাররাও প্রভাবিত হন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের আগে উত্তপ্ত ভূস্বর্গ! শুরু এনকাউন্টার, নিকেশ একাধিক সন্ত্রাসবাদী
এই কারণে, ভারত লাল মাটির পিচ দিয়ে তার স্পিন বোলিং আক্রমণের কার্যকারিতা কমাতে চাইবে। বাংলাদেশের স্পিন আক্রমণে রয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের মতো স্পিনাররা। যাঁরা স্পিন মারফত ব্যাটারদের ফাঁকি দিতে পারদর্শী। তবে পিচ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ প্রথম টেস্ট (India-Bangladesh Test Series) শুরুর আগে এখনও পাঁচ দিন বাকি রয়েছে। এমতাবস্থায়, চেন্নাইয়ের এই টেস্ট লাল মাটির পিচে আদৌ খেলা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।