গদগদ প্রেম, ভরা সংসার, কার বিষ নজরে ভেঙেছিল হৃতিক-সুজানের দাম্পত্য?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যেসব জুটি বিয়ে ভেঙে আলাদা হয়ে গিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হৃতিক-সুজান (Hrithik-Sussanne)। অথচ ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটিদের মধ্যে তাঁরা ছিলেন প্রথম দিকেই। অভিনয় কেরিয়ার শুরু করার আগেই প্রেমিকা সুজানের সঙ্গে বিয়ে সেরে রেখেছিলেন হৃতিক। তাঁদের দাম্পত্যকে অনেকেই নিদর্শন হিসেবে মানতেন। তাই স্বাভাবিক ভাবেই হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) বিচ্ছেদের খবর অনেকের কাছেই ছিল বড় ধরণের শক! কেন আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা?

কেন ভাঙল হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) বিয়ে

সফল কেরিয়ার, দুই সন্তান নিয়ে ভরা সংসার সত্ত্বেও ভেঙে খানখান হয়ে গিয়েছিল হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) তাসের ঘর। তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে শোনা গিয়েছে নানান গুঞ্জন। আসল কারণটা কী ছিল তা সম্প্রতি ফাঁস করলেন জায়েদ খান। হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) বিয়ে ভাঙার জন্য তিনি দোষ দিলেন মুম্বই নগরীকে। তাঁর মতে, এই শহরে বিয়ে টিকিয়ে রাখা নাকি কঠিন।

আরো পড়ুন : দশ বছর পেরিয়েও হাউজফুল, হইহই করে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘ভীর-জারা’

পরিবারকে পাশে পেয়েছিলেন সুজান

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান মুখ খোলেন হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) ভাঙা বিয়ে নিয়ে। সম্পর্কে তিনি সুজান খানের ভাই। জায়েদ খানকে প্রশ্ন করা হয়েছিল, সুজানের বিচ্ছেদের পর তাঁদের পরিবারকে কি কোনো রকম ট্রোলের মুখে পড়তে হয়েছিল? উত্তরে অভিনেতা বলেন, গায়ের চামড়া মোটা হতে হবে। তবে জায়েদ বলেন, এমন ধরণের ঘটনা ঘটলে পরিবারের সমর্থন, বিশেষ করে মানসিক সমর্থন খুব দরকার। তাঁদের পরিবার পাহাড়ের মতোই অটল। যাই ঘটুক না কেন, পরস্পরের পাশে থাকেন তাঁরা।

আরো পড়ুন : ফের হাউসফুল হবে হল, ‘রঘু ডাকাত’ রূপে আসছেন দেব, শুটিং নিয়ে ফাঁস বড় তথ্য

মুম্বইকেই দোষ দেন জায়েদ

হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) বিচ্ছেদ প্রসঙ্গে জায়েদ খান বলেন, মুম্বই এমন একটা শহর যেখানে এক জায়গায় মন ধরে রাখা খুব শক্ত। এখানে অনেক রকম ফাঁদ পাতা রয়েছে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। এই শহরে বিয়ে টিকিয়ে রাখা কঠিন। তবে তাঁদের পরিবারকে টলানো কঠিন।

Hrithik-Sussanne

হৃতিক-সুজানের (Hrithik-Sussanne) বিচ্ছেদ হয়েছে বেশ অনেক বছর হয়ে গেল। কিন্তু এখনো তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়ে গিয়েছে। কোনো তিক্ততা আসতে দেননি তাঁরা। এমনকি নতুন নতুন সঙ্গীদের নিয়েও তাঁদের মধ্যে নেই কোনো মনোমালিন্য। জায়েদের কথায়, দুজন মানুষ পরস্পরের সঙ্গে থাকতে নাই চাইতে পারে, কিন্তু তাঁদের মধ্যে কিছু মিলও তো রয়েছে। তাঁরা বন্ধু হতেই পারে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর