ড্রোন-এ চেপে এ বার খাবার আসবে আপনার দরজায়- নতুন পরিষেবা জোম্যাটোর

 

বাংলা হান্ট ডেস্ক : ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই অনলাইন ফুড সার্ভিস অ্যাপ জোম্যাটো ভারতে প্রথমবার নিয়ে আসছে ড্রোননির্ভর খাবার সরবরাহ পরিষেবা। রিমোট চালিত এই হাইব্রিড ড্রোনটিতে থাকছে উন্নতমানের ক্যামেরা এবং জিপিএস যুক্ত অত্যাধুনিক প্রযুক্তি যা ১০ মিনিটে পৌঁছতে পারবে ৫ কিমি পথ। শুধু তাই নয়, একবারে পাঁচ কেজি খাবার বয়ে নেওয়ার ক্ষমতা সম্পন্ন এই যন্ত্রটির গতিবেগ ঘণ্টায় ৮০কিমি।

 

ওজনে হালকা এই ড্রোনটিতে এ ছাড়াও রয়েছে ইনবিল্ড সেন্সর, অনবোর্ড কম্পিউটার এবং হেলিকপ্টারের মতো উল্লম্ব ভাবে অবতরণ(ভার্টিকালি ল্যান্ড)করার সুবিধা।

f9bb2 img 20190615 wa0005

নির্ধারিত রেস্তরাঁ থেকে খাবার নিয়ে ক্রেতার কাছে কম সময়ে পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য এই যন্ত্রটির।এই পরিষেবা এখন নেটিজেনদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই দেখার বিষয়।

সম্পর্কিত খবর