বাংলা হান্ট ডেস্ক: সবে কেটেছিল বৃষ্টির কোপ। পুজোর আগে ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনাও রয়েছে। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? জানুন সম্পূর্ণ পূর্বাভাস।
রবিতে দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই দশ জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। এরপর সোমবার সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে।
২৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এসব জেলায় জারি হয়েছে সতর্কতা। ছুটির দিনে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে তিলোত্তমাও। এদিন কলকাতায় (Kolkata Weather Update) তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করে ট্রোলড কাঞ্চন, উলটো পথে হেঁটে ব্যতিক্রমী সিদ্ধান্ত ছেলের
ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের ২ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।