দেব-অভিষেকের কাঁধে নয়া ‘দায়িত্ব’! পুজোর আগেই বড় ঘোষণা! শুরু চর্চা

বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তিনি। এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে নয়া দায়িত্ব! বিগত কয়েক বছরে বঙ্গ রাজনীতির পোড় খাওয়া রাজনীতিকদের মধ্যে একজন হয়ে উঠেছেন তৃণমূল (Trinamool Congress) সেনাপতি। সেই সঙ্গেই জাতীয় রাজনীতিতেও কেড়েছেন নজর। লোকসভার গত অধিবেশনে তাঁর ভাষণ নজর কেড়েছিল গোটা দেশের। এরপরেই সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে স্থান পেলেন তিনি।

বৃহস্পতিবার মন্ত্রক ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটির লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক (Abhishek Banerjee)। ওই কমিটির চেয়ারম্যান কংগ্রেসের শশী থারুর। অভিষেকের পাশাপাশি সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন দেব-মহুয়ারাও।

ঘাটালের তৃণমূল (Trinamool Congress) সাংসদ রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতে। ওই কমিটির চেয়ারম্যান রাধামোহন সিং। ওই একই কমিটিতে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। অন্যদিকে মহুয়া মৈত্রের স্থান হয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটিতে। যে কমিটির চেয়ারম্যান বিজেপির নিশিকান্ত দুবে।

আরও পড়ুনঃ ১২,০০০ পুলিশ নিয়োগ! একইসঙ্গে প্রশিক্ষণ ও ডিউটি! মমতার ঘোষণায় নয়া বিতর্ক

এছাড়া এবার লোকসভায় দু’টি কমিটির চেয়ারম্যান পদও পেয়েছে তৃণমূল (Trinamool Congress)। সেই পদে বসানো হয়েছে যথাক্রমে কীর্তি আজাদ এবং দোলা সেনকে। অভিষেক, দেব, মহুয়া ছাড়াও তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন।

Trinamool Congress Dev and Abhishek Banerjee

এদিকে অর্থ থেকে শুরু করে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, কয়লাখনি ও ইস্পাত বিষয়ক স্থায়ী কমিটি সহ একাধিক কমিটি নিজেদের দখলে রেখেছে পদ্ম শিবির। অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে ভর্তৃহরি মহতাবকে। অন্যদিকে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও কয়লাখনি ইস্পাত বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদে যথাক্রমে রাধামোহন দাস আগরওয়াল, রাধামোহন সিং এবং অনুরাগ ঠাকুরকে বসানো হয়েছে। শিক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে কংগ্রেসের রাজ্যসভার সংসদ দিগ্বিজয় সিংকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর