TRP তলানিতে! মাত্র ৩ মাসেই বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা সিরিয়াল

বাংলা হান্ট ডেস্ক : ‘দ্য শো মাস্ট গো অন!’ বিনোদন জগতে এই কথাটাই ধ্রুবসত্যি। আর এই কথার সূত্র ধরেই লাগাতার টেলিভিশনের পর্দায় বাংলা সিরিয়ালের (Bengali Serial) আনাগোনা লেগেই রয়েছে। মাত্র কয়েক মাসের মেয়াদে একটা সিরিয়াল (Bengali Serial) শেষ হতে না হতেই তার জায়গা নিচ্ছে নতুন সিরিয়াল (Bengali Serial)। তাই এখন টেলিভিশনের পর্দায়  সম্প্রচারিত কোন সিরিয়ালই আর মেগা সিরিয়াল হয় না।

৩ মাসেই শেষ এই জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial)

অল্প  কয়েক মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে  অধিকাংশ ধারাবাহিকের সম্প্রচার। আসলে দিনের শেষে সিরিয়াল মানেই ব্যবসা। আর সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। আর টিআরপি তালিকায় নম্বর কমলেই  সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এবার টেলিপাড়া  থেকে আসছে এমনই আরও একটি ধারাবাহিক বন্ধের খবর।

জানা যাচ্ছে, স্টার জলসার ‘বঁধুয়া’র পর এবার বন্ধ হতে চলেছে আকাশ আটের আরও জনপ্রিয় ধারাবাহিক। দর্শকরা জানেন এই চ্যানেলে সাহিত্যের সেরা সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল বউ চুরি। এবার মাত্র তিন মাসেই এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়ে যাচ্ছে।  শুরু থেকেই এই সিরিয়ালটি দর্শক মহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

আরও পড়ুন : দুই ছোট্ট পুতুল! দাদা ইউভানের কোলে উঠছে একরত্তি ইয়ালিনী, ছবি দেখেই গলে জল দর্শক

প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিজয় জানা। টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকে অভিনয় করছেন রাজর্ষি মুখোপাধ্যায়, বহ্নি চক্রবর্তী, অয়ন্যা চট্টোপাধ্যায়, এবং রিয়াজ লস্করের মতো অভিনেতা-অভিনেত্রীরা। গত মাসেই অর্থাৎ ৫ আগস্ট থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল।

Bengali Serial

প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হয় এই মেগা সিরিয়াল। যদিও শুরু থেকেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারিনি এই মেগা।  তাই বাধ্য হয়েই এবার এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।  তবে এখানে বলে রাখি আকাশ আটের সাহিত্যের সেরা সময়ের এই ধারাবাহিকের গল্প শুরু হয় মাত্র তিন মাসের মেয়াদেই। তাই এবার অক্টোবরের শেষের দিকেই এই ধারাবাহিকের সম্প্রচার শেষ হতে চলেছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর