মিডিয়া থেকে কী দূরত্ব বাড়ছে অনুষ্কার?নেপথ্যে কারণ!

 

বাংলা হান্ট ডেস্ক : বিরাট কোহালির সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন অনুষ্কার শর্মা তবু খেলার মাঠ চত্বরে দেখা মিলল না তার।রবিবার ছিল ভারত এবং পাকিস্তানের হাইপ্রোফাইল ক্রিকেট বিশ্বযুদ্ধ। অথচ স্টেডিয়ামে এক বারের জন্যও ঝলক দেখা যায়নি ভারতীয় টিমের ফার্স্ট লেডির। এর আগেও বিশ্বকাপে ভারতের কোনও ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি। অনুষ্কা শর্মা কি তবে ইংল্যান্ড যাননি? না কি সচেতন ভাবেই মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখছেন?

 

প্রসঙ্গত অনুষ্কা লন্ডনে যাতায়াত করছেন নিয়মিত। দিন কয়েক আগে অনুষ্কার সঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন অনুপম খের। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার খুব পছন্দের অভিনেত্রী অনুষ্কা। লন্ডনে ওর সঙ্গে দেখা হল। অনেক কথার সঙ্গে বিরাটকে নিয়েও কথা হল।’ তবে কি বিরাটের জন্যই মিডিয়ার নজর থেকে দূরে অনুষ্কা? যাঁরা ক্রিকেট ম্যাচের খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, বিরাট-অনুষ্কার বিয়ের আগেই বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য ভয়াবহ ট্রোলড হতে হয়েছিল অনুষ্কাকে। এক বার নয়, বারবার। এ ছাড়া স্বামীর সঙ্গে ক্রিকেট টুর্নামেন্টের সময়ে বিদেশ সফর করেন বলেও অনুষ্কাকে অনেক কথা শুনতে হয় ট্রোলদের কাছে।

f01b4 img 20190618 wa0011

তাই কোনও ভাবেই কি বিতর্কের অবকাশ তৈরি করতে চাইছেন না অভিনেত্রী? এ-ও শোনা গিয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। তার জন্যেও কি হতে পারে এই দূরত্ব? বিশ্বকাপ যত দিন চলছে, অনুষ্কার উপরে নজর থাকবে ছবি-শিকারিদের। ভারত ফাইনালে পৌঁছলে এবং কাপ জিতলে তবেই কি অনুষ্কা দর্শন দেবেন? সেই আশা অবশ্য এখনও রাখছেন বিরুষ্কার অনুরাগীরা।এখন কবে মিডিয়ার সামনে তার এক ঝলক দেখা যাবে সেই অপেক্ষায় ভক্তরা।

সম্পর্কিত খবর