বাংলা ছেড়ে মুম্বাই কাঁপাচ্ছেন ঋষি কৌশিক, আসছে আরও এক হিন্দি সিরিয়াল

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালের জগতে এই অভিনেতার (Rishi Kaushik) জনপ্রিয়তা আকাশছোঁয়া। জন্ম সূত্রে অসমীয়া হলেও ঋষি কৌশিকের (Rishi Kaushik) ঝরঝরে বাংলা শুনলে তা বুঝতেই পারবেন না কেউ।

আসছে ঋষি কৌশিকের (Rishi Kaushik) আরও এক হিন্দি সিরিয়াল

অবাঙালি হলেও  বাংলা সিরিয়ালে অভিনয়ের সুবাদেই বাংলার ঘরে ঘরে অত্যন্ত পরিচিত মুখ কৌশিক। আজ পর্যন্ত তাঁর অভিনীত প্রত্যেকটি ধারাবাহিকই সুপারহিট টেলিভিশনের পর্দায়। এখানে ‘আকাশ নীল’ এর উজান থেকে শুরু করে ‘ইষ্টিকুটুম’ এর অর্চিবাবু দর্শকদের জন্য উপহার দিয়েছেন একাদিক জনপ্রিয় চরিত্র। ঋষি কৌশিক অভিনীত বাংলা সিরিয়ালের তালিকাটা কিন্তু বেশ লম্বা।

একের পর এক হিট সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করেই আজ বাংলার দর্শকদের একেবারে ঘরের ছেলে ঋষি। টেলিভিশনের পর্দায় এই অভিনেতাকে শেষ বার দেখা গিয়েছিল কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে। তবে আপাতত বাংলা সিরিয়াল থেকে দূরেই রয়েছেন এই অভিনেতা।

আরও পড়ুন : শ্রুতির মুকুটে নতুন পালক! স্ত্রীর বিশেষ প্রতিভার কথা জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্বর্ণেন্দু

বাংলা ছেড়ে মায়ানগরী মুম্বাইতেই এখন নিজের অভিনয়ের পসর জমিয়েছেন অভিনেতা। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির হাত ধরেই প্রথম হিন্দি সিরিয়ালের জগতে পা রেখেছেন ঋষি। বলিউডে ঋষি কৌশিকের প্রথম হিন্দি সিরিয়াল ছিল ‘ঝনক’।

Rishi Kaushik

আর এবার আসছে ঋষি কৌশিকের আরও এক নতুন ধারাবাহিক। কালার্স টিভির পর্দায় আসছে ঋষি কৌশিক অভিনীত নতুন সিরিয়াল ‘দুর্গা’। এই সিরিয়ালে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ঋষি। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই এই নতুন সিরিয়ালের প্রথম ঝলক সামনে এনেছেন ঋষি।  সেখানে রাজস্থানি পোশাক পরে একেবারে আলাদা লুকে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর