সারপ্রাইস! যেকোনো সময় অ্যাকাউন্টে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা, সরকার তরফে বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ কথা থাকলেও সেপ্টেম্বরে বাড়েনি ডিএ। তবে অক্টোবরে কনফার্ম। পুজোর আগেই সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী তাই জানা যাচ্ছে। শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

কত শতাংশ ভাতা বাড়বে?

রিপোর্ট অনুযায়ী, এই বছরে দ্বিতীয়বারের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হবে। এবার ৩% ডিএ বাড়তে পারে। আবার কোথাও কোথাও বলা হচ্ছে এবার ডিএ বাড়তে পারে ৪ শতাংশ। অর্থাৎ ৩-৪% কনফার্ম ধরে নেওয়া যায়। যদিও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনাই বেশি। যার ফলে একধাক্কায় অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ এরিয়ার-ও পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পেনশনভোগীরাও এই সরকারি ভাতা পেয়ে থাকেন। যার ডিয়ারনেস রিলিফ।

হাফ সেঞ্চুরির পর এবার ৫৩/৫৪

গত বার ৪% ডিএ বেড়েছিল। চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই মধ্যে ফের বাড়বে ডিএ। এবার ডিএ বাড়ালে তার পরিমাণ ৫৩-৫৪ শতাংশ ছুঁয়ে যাবে।

dearness allowance

আরও পড়ুন: আজ ফের বৃষ্টি! মহালয়ায় বাড়বে তেজ? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

শুধু ডিএ নয়, তার পাশাপাশি রেয়াতযোগ্য ভাড়া, কম্যুটেশন, নতুন বেতন কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড়ের বিষয়েও বিবেচনা করছে মোদি সরকার। তবে ডিএ ৫০ শতাংশে পৌঁছে যাওয়ার পরও এবার বেসিক বেতনের সঙ্গে আর যোগ হবে না। বাড়ি ভাড়া ভাতা সহ বাকি ভাতা বা অ্যালাওয়েন্সের সঙ্গেই যোগ হবে। অষ্টম পে কমিশন গঠন না হওয়া পর্যন্ত এই পদ্ধতিই চলতে থাকবে বলে অনুমান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর