এগরা থানারSDPO দেহরক্ষীর গুলিতে মৃত্যু সাফাই কর্মী

Published On:
BanglaHunt  : লড়াইয়ে ইতি টেনে মৃত্যু হল সাফাই কর্মীর। আজ  পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার থানার SDPO দেহরক্ষী প্রদীপ সিং নিজের পিস্তল পরিষ্কার করার সময় আচমকাই এগরা থানা সাফাই কর্মী তরুণ গড়াইয়ের গুলি লাগে। গুলিবিদ্ধ সবাই কর্মীকে প্রথমেই এগরা সুপার স্পেশালিস্ট হসপিটাল এ ভর্তি করা হয় পরে মেদিনীপুর মেডিকেল কলেজে উদ্দেশ্যে নিয়ে যাবার সময় মৃত্যু ঘটে। সাফাই কর্মী দেহটিকে এগরা থানার উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
অভিযুক্ত দেহরক্ষীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। মৃত সাফাই করবি বাড়ি এগরা১২ নম্বর ওয়ার্ড এলাকা। এহেন ঘটনার খবর জানতে পেরে এলাকায় শোকের ছায়া। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে।
সার্ভিস রিভার বার নিয়ে কিভাবে  অসতর্ক বস তো পরিষ্কার করার সময় গুলি বের হলো। এই নিয়ে গুঞ্জন রয়েছে।
X