মোদী জমানায় দ্বিগুণ হলো খাদির কদর

 

বাংলা হান্ট ডেস্ক: মোদী জমানায় দেশে দ্বিগুণ বেড়ে গেছে খাদির কদর। গত পাঁচ বছরে দেশের তাঁতকলগুলিতে জামা-কাপড় বানানোর জন্য মোট উৎপাদিত পরিমাণের মধ‍্যে খাদি কাপড়ের ভাগ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮.৪৯ শতাংশ। মঙ্গলবার খাদি ও গ্রামীণ শিল্প কমিশন এর পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ‍্য।

 

২০১৪-১৫ বছরে দেশের তাঁতকলগুলিতে মোট কাপড় তৈরি হয়েছিল ২৪৮.৬ কোটি বর্গমিটার, যার মধ্যে ১০.৫৪ কোটি বর্গমিটার (৪.২৩ শতাংশ) ছিল খাদির পরিমাণ। কিন্তু, ২০১৮-১৯ বছরে তাঁতকলগুলিতে মোট কাপড় তৈরির পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় ২০১.২ কোটি বর্গমিটারে, কিন্তু খাদির উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭.০৮ কোটি বর্গমিটার (৮.৪৯ শতাংশ)।

7503a img 20190619 wa0000

খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান বিনয়কুমার সাক্সেনা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশাত্মবোধক আহ্বানই খাদিকে জনপ্রিয় করার জন্য মুখ্য কারণ।

সম্পর্কিত খবর