সৌদি আরব পেল প্রথম মহিলা পাইলট

Published On:

শুভশ্রী মুহুরী: প্রথম মহিলা পাইলট পেল সৌদি আরব বাণিজ্যিক বিমান। ইয়াসমিন আল মাইমানি নামের ওই মহিলা বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ৬ বছর পর বাণিজ্যিক বিমান চালানোর অনুমতি পেলেন।

জর্ডান থেকে বিমান চালানোর যোগ্যতা অর্জন করার পর যুক্তরাষ্ট্রের প্রায় ৩০০ ঘন্টা বিমান উড়ানো রেকর্ড করেন ইয়াসমিন। ইয়াসমিন নেসমা এয়ারলাইন্সের প্রথম মহিলা অফিসার হিসেবে যোগদান করেছেন।

X