স্বস্তিকার উত্তাপে বেসামাল দেব, রুক্মিনীর সামনেই এ কী বলে ফেললেন!

বাংলাহান্ট ডেস্ক : পুজোর ছবি ‘টেক্কা’য় একসঙ্গে পর্দায় আসছেন দেব, রুক্মিনী মৈত্র (Rukmini Maitra) এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই তারকাখচিত ব্যাপার স্যাপার। টেক্কাতেও তাঁর ব্যতিক্রম হয়নি। মুখ্য চরিত্রে এই তিনজন থাকার পাশাপাশি ছবিতে সৃজা দত্ত, আরিয়ান ভৌমিককেও দেখা যাবে। সম্প্রতি ছবির প্রচারের পাশাপাশি স্বস্তিকার ভূয়সী প্রশংসা করলেন দেব। আর রুক্মিনী (Rukmini Maitra)?

রুক্মিনীর (Rukmini Maitra) সামনেই স্বস্তিকার প্রশংসা দেবের

নিজের মেকআপ ভ্যানে গোটা টিমের সঙ্গে টেক্কার প্রচার করেন দেব। আগামী ৮ ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগেই সম্পূর্ণ ছবিটি দেখে ফেলেছেন অভিনেতা প্রযোজক দেব। আর ছবিটি দেখেই স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার। রুক্মিনীর (Rukmini Maitra) সামনেই বাহবায় ভরালেন তিনি অভিনেত্রীকে।

আরো পড়ুন : দাবিপূরণ তো ছাই, মিলল পালটা হুমকি! কথা মতোই আমরণ অনশন শুরু জুনিয়র ডাক্তারদের

অভিনেত্রীর কথায় লাজুক দেব

এদিন দেব বলেন, স্বস্তিকার বহু ছবিই তিনি দেখেছেন। কিন্তু টেক্কার ‘ইরা’কে বাকিদের থেকে এগিয়ে রাখলেন তিনি। পালটা স্বস্তিকা বলে ওঠেন, গতকাল থেকে একটি কথাই তিনি মুখস্থ করেছেন। আর তা হল, ‘শিরায় শিরায় গরম রক্ত, আমি দেবের চরম ভক্ত’। টলিপাড়ার অন্যতম আবেদনময়ী অভিনেত্রীর মুখে এমন কথা শুনেই লাজে রাঙা দেবের মুখ। রুক্মিনী (Rukmini Maitra) কী বললেন?

আরো পড়ুন : অভিষেকের সঙ্গে টলমল ঐশ্বর্যের দাম্পত্য, এদিকে আরাধ্যাকে জড়িয়ে ধরলেন সলমন! কেসটা কী?

পালটা সৃজিত কী বললেন

বিষয়টা নজর এড়ায়নি সৃজিতের। তিনি সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করতেই দেব ফুট কাটেন, এতে নিশ্চয়ই সৃজিত মুখোপাধ্যায়ের অসুবিধা হচ্ছে না? পরিচালকও ছাড়ার পাত্র নন। তিনি আবার টানেন রুক্মিনীকে (Rukmini Maitra)। তবে অভিনেত্রী অবশ্য সেফ খেলেছেন। ছবির আরেক অভিনেত্রী তথা দেবের ‘বাঘা যতীন’ ছবির নায়িকা সৃজা দত্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ছবিতে সৃজাও খুব ভালো কাজ করেছেন। তাঁর কাজ নিয়ে না হয় কথা হোক।

Rukmini Maitra

প্রসঙ্গত, সৃজিতের সঙ্গে আগে কাজ করলেও স্বস্তিকার সঙ্গে এটা প্রথম কাজ দেবের। পুজোয় এবার টলিউডের একগুচ্ছ ছবির মধ্যে অন্যতম হতে চলেছে টেক্কা। আগামী ৮ ই অক্টোবর মুক্তি পাচ্ছে টেক্কা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর