পুজোয় একই দিনে মুক্তি ৩ ছবির, দেব-মিঠুন নাকি আবির, কে হাসবে শেষ হাসি!

বাংলাহান্ট ডেস্ক : পুজো (Pujo) মানেই একরাশ আনন্দ। পরিবার পরিজন, বন্ধুবান্ধবদের নিয়ে একযোগে উৎসব করার সময় এটা। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। ৩৬৫ দিন ধরে এই চারটে দিনের জন্যই অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি। এই কটা দিন কাজের ব্যস্ততা থেকে দূরে সরে, হালকা মনে প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি চলে দেদার খানাপিনা এবং বিনোদনও। বিনোদন জগতের কাছে ব্যবসার উৎকৃষ্ট সময় হল এই পুজোর (Pujo) দিনগুলি।

পুজোয় (Pujo) মুক্তি পাচ্ছে তিনটি ছবি

পুজোর (Pujo) সময়ে প্রতি বছরই কোনো না কোনো বাংলা ছবি মুক্তি পায়। গত বছর থেকেই আবার প্রেক্ষাগৃহে বেশ ভিড় বাড়ছে দর্শকদের। এবারও পুজোয় (Pujo) মুক্তির অপেক্ষায় রয়েছে তিন তিনটি বাংলা ছবি। একই দিনে মুক্তি পেতে চলেছে তিনটি ছবি। মুখোমুখি টক্করে নামতে চলেছেন মিঠুন চক্রবর্তী, দেব এবং আবির চট্টোপাধ্যায়। কোন ছবির কী গল্প, দেখার আগে জেনে নিন।

আরো পড়ুন : গাইতে গিয়ে হয়েছিল রক্তারক্তি কাণ্ড! কোন নায়কের জন্য এই অমর গান গেয়েছিলেন সোনু?

দেব সৃজিতের টেক্কা

এবার পুজোর (Pujo) অন্যতম প্রতীক্ষিত ছবি হল ‘টেক্কা’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিনী মৈত্র। বেশ অনেকদিন পর আবারও একটি থ্রিলার অ্যাকশন ছবিতে দেখা যাবে দেবকে। নিজের চাকরি ফেরত পেতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে বন্দি বানিয়ে নেয় ইকলাখ ওরফে দেব। ট্রেলারেই উত্তেজনা বাড়িয়েছে টেক্কা। আগামী ৮ ই অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।

আরো পড়ুন : বাংলাদেশ থেকে আসে চাল-পদ্মার ইলিশ, মাকে সোনার গয়নায় মুড়িয়ে পুজো করেন সুদীপা

মিঠুনের শাস্ত্রী

এবার বক্স অফিসে মুখোমুখি থাকছেন মিঠুন চক্রবর্তী এবং দেব। দীর্ঘদিন পর দেবশ্রী রায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মহাগুরু। পুজোয় (Pujo) ‘শাস্ত্রী’ হয়ে ফিরছেন মিঠুন। ছবির গল্প অনুযায়ী, খুবই জ্যোতিষ বিশ্বাসী মিঠুনের চরিত্রটি। এক সময় নানা ঘটনার পর ছাপোষা মধ্যবিত্ত থেকে শাস্ত্রী হয়ে ওঠেন তিনি। ছবিতে মিঠুন দেবশ্রী ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। পথিকৃৎ বসু পরিচালিত ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরিন্দর ফিল্মস এবং সোহমস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস। এই ছবিটিও মুক্তি পাবে ৮ ই অক্টোবর।

Pujo

শিবপ্রসাদ আবিরের বহুরূপী

গত বছর থেকে পুজোয় (Pujo) ছবি রিলিজ করছে উইন্ডোজ প্রোডাকশন। এবারে তাঁদের পরিবেশনা ‘বহুরূপী’। দীর্ঘদিন পর পরিচালনার সঙ্গে সঙ্গে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। ১৯৯৮ থেকে ২০০৫ পর্যন্ত সময়ের প্রেক্ষাপট তুলে ধরা হবে ছবিতে। এই ছবিটি মুক্তি পাবে আগামী ৮ ই অক্টোবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর