বাংলা হান্ট ডেস্ক : পুজোতেই সোনার দামে (Gold Price) বিশাল পরিবর্তন। দেখতে পুজো এসেই গেল। আজ চতুর্থী। তাই এখন থেকেই পুজো প্যান্ডেলে মা দুর্গার দর্শন করতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অন্যদিকে এই উৎসবের মরশুমে কেনাকাটাও যেন আর শেষ হচ্ছে না। তাই আজ অর্থাৎ ৭ অক্টোবর চতুর্থীর দিন সোনার দাম (Gold Price) কমতেই গয়না কিনতে সোনার দোকানে উপচে পড়েছে ভিড়। তাই যদি এই সুযোগে আপনার-ও সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন খাস কলকাতায় সোনার দাম (Gold Price) কত?
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) কত?
পুজোতেই মিলল সুখবর। পুজোর মধ্যেই আজ সোমবার ৭ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৭৬৬ টাকা। যার ফলে আজকের দিনে কলকাতায় সোনার ভরি বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। আজ কলকাতায় এক ভরী অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৭৭ হাজার ৬৬০ টাকায়।
কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?
আজ অর্থাৎ বৃহস্পতিবার চতুর্থীর দিন এক লাফে দাম কমল ২২ ক্যারেট সোনারও। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ১১৯ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা কিনতে গেলে মোট খরচ হবে মোট ৭১ হাজার ১৯০ টাকা।
আরও পড়ুন : এক দশক পর ফিরল পুরনো নস্টালজিয়া! আঁচলের কুশান-টুসুকে দেখেই উচ্ছসিত দর্শক
কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?
সপ্তাহের শুরুর দিনে খানিকটা স্বস্তি পেলেন সোনা প্রেমীরা। ৭ অক্টোবর সোমবার কলকাতায় সোনার দামে এসেছে বিরাট বদল। আজকের দিনে ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৮২৫টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে মোট ৫৮ হাজার ২৫০ টাকা।
কলকাতায় রুপোর দাম কত?
সোনার পাশাপাশি আজকের দিনে হাসি ফুটল রুপোর ক্রেতা-বিক্রেতাদের মুখেও। সোমবার ৭ অক্টোবর কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো বিক্রি হচ্ছে ৯ হাজার ৬৯০ টাকায়। অর্থাৎ মোট ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৬ হাজার ৯০০ টাকা।