কেরিয়ারের আগে বউ, আলিয়ার অপমানে বিরাট সিদ্ধান্ত রণবীরের, ফেরাচ্ছেন হাতে থাকা লক্ষ্মীকে

বাংলাহান্ট ডেস্ক : রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘অ্যানিম্যাল’ ছবিটি তাঁর কেরিয়ারের সবথেকে সফল ছবিগুলির মধ্যে অন্যতম। বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল এই ছবিটি। উগ্র পৌরুষের ছবিতে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলেও ব্যবসায় কোনো প্রভাব পড়েনি। রণবীরের (Ranbir Kapoor) কেরিয়ারের অগ্রগতিও শুরু হয় এই ছবি থেকেই। কিন্তু এর পরবর্তী সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ থেকে নাকি এবার সরে দাঁড়াচ্ছেন রণবীর। কিন্তু কেন?

বড় সিদ্ধান্ত নিচ্ছেন রণবীর (Ranbir Kapoor)

শোনা যাচ্ছে, রণবীরের (Ranbir Kapoor) এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ নাকি আলিয়া ভাট এবং দিব্যা খোসলা কুমারের মধ্যেকার বিবাদ। ব্যাপারটা খোলসা করেই বলা যাক। উৎসবের মরশুমেই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। কিন্তু এই ছবি নিয়ে সম্প্রতি শুরু হয়েছে বিতর্ক। সবটাই টি সিরিজের মালিকের স্ত্রী দিব্যার একটি পোস্টকে কেন্দ্র করে। একটি ফাঁকা সিনেমা হলের ছবি শেয়ার করে তিনি জিগরার ভুয়ো বক্স অফিস কালেকশনের হিসেব দেওয়ার অভিযোগ তুলেছিলেন আলিয়ার বিরুদ্ধে।

আরো পড়ুন : বাড়ির বউই তো আসল লক্ষ্মী, উত্তম কুমারের বাড়ির পুজোয় প্রতিমার এই বিশেষত্ব জানেন?

জিগরা নিয়ে বিতর্ক

পালটা কটাক্ষ শানান ছবির প্রযোজক করণ জোহর। সেখান থেকেই দুই হেভিওয়েট তারকার মধ্যে শুরু কাদা ছোড়াছুড়ি। তবে এই বিতর্ক থেকে বিচ্ছিন্নই থেকেছেন আলিয়া। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। তবে স্ত্রী নীরব থাকলেও তাঁর সম্মান রক্ষার্থে নাকি বড় সিদ্ধান্ত নিয়েছেন রণবীর (Ranbir Kapoor)।

আরো পড়ুন : সলমনই মূল লক্ষ্য, মাথার উপরে ঝুলছে খাঁড়া, প্রাণভয়ে কী সিদ্ধান্ত নিলেন ভাইজান!

কী সিদ্ধান্ত নিলেন অভিনেতা

বলিউডে গুঞ্জন, টি সিরিজের প্রযোজনায় অ্যানিম্যাল পার্ক ছবিটি থেকে নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আলিয়ার পাশে দাঁড়াতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। না, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তিনি বা টি সিরিজ কেউই করেননি, তবে এ নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে।

Ranbir Kapoor

প্রসঙ্গত, গত ১১ ই অক্টোবর মুক্তি পেয়েছে জিগরা। ছবিতে আলিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। তবে ছবিটি তেমন ভাবে সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। সমালোচকদের তরফেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে জিগরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর