বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম নির্দেশ ঠিকঠাকভাবে পালিত হচ্ছে না। সেই কারণে এবার দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ হাইকোর্টগুলিকে সতর্কবার্তা দিল এদেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। অপ্রয়োজনীয় গ্রেফতারি এবং আটক প্রবণতা রোখার জন্য শীর্ষ আদালতের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছিল। সেটা যথাযথভাবে না মানাতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।
সুপ্রিম (Supreme Court) নির্দেশ পালন না করায় ক্ষুব্ধ শীর্ষ আদালত!
সত্যেন্দর কুমার আন্টিল বনাম সিবিআই মামলার সূত্রে, অপ্রয়োজনীয় গ্রেফতারি আটকাতে ২০২২ সালের জুলাই মাসে বেশ কিছু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। জামিন পাওয়া দস্তুর, জেল ব্যতিক্রম এই নীতির কথা স্মরণ করিয়ে জামিন (Bail) দেওয়ার ব্যবস্থাকে স্বচ্ছ এবং স্বচ্ছন্দ করার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত।
একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে (Central Government) বেল অ্যাক্ট জাতীয় আইন বানানোর ক্ষেত্রেও সুপারিশ করা হয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঠিকঠাকভাবে পালিত না হলে, পুলিশি গাফিলতির প্রত্যেকটি ঘটনা সেখানকার প্রিন্সিপাল জেলা বিচারক নিয়মিতভাবে জানাতে ম্যাজিস্ট্রেট এবং দায়রা বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ‘পদক্ষেপ করা হবে..,’ DA নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের মাঝেই এল বড় বার্তা
এখানেই শেষ নয়! সত্যেন্দর কুমার আন্টিল সহ আর্নেশ কুমার মামলায় শীর্ষ আদালত প্রত্যেকটি গ্রেফতারির ক্ষেত্রে পুলিশ মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। যদি এর কোনও অন্যথা হয় তাহলে সংশ্লিষ্ট বিচারক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই বিষয়ে জানাবেন। পাশাপাশি এই ধরণের পুলিশি গাফিলতির ক্ষেত্রে ধৃতকে জামিন দেওয়ার নির্দেশও আছে।
শীর্ষ আদালতের (Supreme Court) এই মামলায় বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে আইনজীবী সিদ্ধার্থ লুথরার পেশ করা স্টেটাস রিপোর্ট অনুসারে, প্রাসঙ্গিক নির্দেশ কেন্দ্র সহ পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মিজোরাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পাঞ্জাব, মেঘালয়, দাদরা নগর হাভেলি, উত্তরপ্রদেশ এবং সিকিম এখনও জানায়নি। একইসঙ্গে অভিযোগ, এদেশের বেশ কিছু হাইকোর্টও জানায়নি এই নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা।