ধনতেরাসের আগে ঊর্ধ্বমুখী সোনার দাম! কলকাতার লেটেস্ট প্রাইস কত?

বাংলা হান্ট ডেস্ক : প্রত্যেক দিন লাফিয়ে বেড়ে চলেছে সোনার দাম (Gold Price)। সামনেই ধনতেরাস আর তারপর দিওয়ালি। এই সময় প্রত্যেক বছর সোনার দোকানে হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু এবছর উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) সব রেকর্ড ভেঙে দিয়েছে। উৎসবের  পাশাপাশি সামনেই রয়েছে বিয়ের মরশুম। তাই এই সময় বিয়ের গয়না তৈরিরও চাহিদা থাকে তুঙ্গে। তাই যদি আজকের দিনেই কারও সোনা কেনার প্ল্যান থাকে তাহলে এখনই দেখে নিন আজ কলকাতার সোনার দাম (Gold Price) কত রয়েছে।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

১৮ ক্যারেট সোনার দাম কত?

এই উৎসবের মরশুমের বাজেটের কথা ভেবে কেউ যদি সস্তায় সোনা কিনতে চান তাহলে নিয়ে আসতে পারেন ১৮ ক্যারেটের সোনা।  কলকাতায় আজ ১ গ্রাম ওজনের  ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫ হাজার ৯৭৩ টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে মোট ৫৯  হাজার ৭৩০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম কত?

ধনতেরাসের আগেই আবার দামী হল সোনা। আজ অর্থাৎ সোমবার ২১ অক্টোবর কলকাতায় গয়না তৈরির সোনা অর্থাৎ ২২ ক্যারাটের ১ গ্রাম ওজনের সোনা কিনতে খরচ হবে মোট ৭ হাজার ৩০০ টাকা। এরফলে  ১০ গ্রাম ওজনের হলমার্ক যুক্ত সোনার দাম পড়বে ৭৩ হাজার টাকা।

আরও পড়ুন : জবার পর দত্তবাড়ির ‘তারকাটা’ পর্ণা! ফাঁস হয়ে গেল ‘নীম ফুলের মধু’র নায়িকা পল্লবী শর্মার পারিশ্রমিক

২৪ ক্যারেট সোনার দাম কত?

দিওয়ালির আগেই আবার লাগামছাড়া খাঁটি সোনার দামও। সোমবার সপ্তাহের শুরুর দিনেই কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭ হাজার ৯৬৪ টাকায়। তাই আজ ১০ গ্রাম খাঁটি সোনা কিনতে গেলে খরচ হবে মোট ৭৯ হাজার ৬৪০ টাকা।

২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?

এখানে বলে রাখি ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে রয়েছে একটা বিশেষ পার্থক্য। কী সেই পার্থক্য? বিশেষজ্ঞদের মতে, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। অর্থাৎ ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়। আর এই কারণেই ২৪ ক্যারেটের সোনা দিয়ে কোন গয়না তৈরি করা যায় না। তাই অধিকাংশ বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।

Gold Price

আজ কলকাতায় রুপোর দাম কত?

প্রসঙ্গত আজ শুধু সোনা নয়, সেইসাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর-ও। কেউ যদি আজই রুপো কেনার কথা ভাবেন তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। জানা যাচ্ছে, আজ কলকাতায় ১ কেজি ওজনের রুপো কিনতে খরচ হবে মোট ১ লক্ষ ১ হাজার টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর