ছবির কোন টেবিলটি বড়? শুধুমাত্র High IQ থাকলেই দিতে পারবেন সঠিক উত্তর! আপনার ঠিক হল ?

বাংলাহান্ট ডেস্ক : কৌতূহলী মনের অধিকারীরা অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা খুবই পছন্দ করেন। অপটিক্যাল ইলিউশন শুধুমাত্র সময় কাটানোর জন্য নয়, মস্তিষ্ক ও দৃষ্টি শক্তি পরীক্ষার একটি দারুন উপভোগ্য খেলা। আজকাল অনেকেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন এই ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধান করতে।

টেবিলের অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধা

আজকে আপনাদের জন্য তেমনই একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে আসা হয়েছে। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে রয়েছে দুটি টেবিল। তবে এই দুটি টেবিলের মধ্যে রয়েছে আয়তনগত পার্থক্য। এই টেবিল দুটির মধ্যে কোন টেবিলটি আয়তনে বড় সেটাই আপনাকে বলতে হবে ১০ সেকেন্ডের মধ্যে।

আরোও পড়ুন : কেউ ছিলেন বেয়ারা, কেউ করেছেন বাস কন্ডাকটরি, বলিউডে জায়গা পাওয়ার আগে দুর্বিষহ জীবন কাটিয়েছেন এই তারকারা

সাধারণ চোখে একটি টেবিলকে লম্বাটে ও আরেকটি টেবিলকে চওড়া দেখাচ্ছে। তবে আপনাদের কাজ হবে দুটি টেবিলের মধ্যে থেকে বড় টেবিলটি শনাক্ত করা।বামদিকের (A) টেবিলটিকে সাধারণ চোখে লম্বা ও সরু দেখাচ্ছে, আবার ডানদিকের (B) টেবিলটিকে বর্গাকার আকারের মনে হচ্ছে। তাহলে A টেবিলটি কি B টেবিলের থেকে আকারে বড় নাকি দুটি টেবিলের আকার ও আয়তন একই?

Optical Illusion

অপটিক্যাল ইলিউশনটির (Optical Illusion) সঠিক উত্তর :

দুটি টেবিলের আকার ও আয়তন আসলে সমান। টেবিল দুটির কোণের উপর ভিত্তি করে ভিন্ন ভাবে দেখানোর জন্য এখানে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই খেলাটি আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। মজার এই অপটিক্যাল ইলিউশন বিভ্রান্ত করে দিতে পারে অনেক বুদ্ধিমানদেরও। তাই বন্ধু মহলে অন্যদের আইকিউ পরীক্ষা করার জন্য বেছে নিতে পারেন এই বিভ্রান্তিকর অপটিক্যাল ইলিউশনটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর