২৬-এর  নির্বাচন নিয়ে মলয় ঘটকের ভবিষ্যদ্বাণী! জল ঢাললেন বিজেপির বাংলা দখলের ‘স্বপ্নে’

বাংলা হান্ট ডেস্ক : চলতি মাসের শুরুর দিকেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ওপরেই আসাম রাজ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দায়িত্ব সঁপেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটককে অসম রাজ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দায়িত্ব দেওয়া হচ্ছে।’

২৬-এর  নির্বাচন নিয়ে তৃণমূলের (Trinamool Congress) মলয় ঘটকের ভবিষ্যদ্বাণী

প্রসঙ্গত একুশের  বিধানসভা নির্বাচনের পর থেকেই  বাংলার বাইরে অন্যান্য ছোট রাজ্যগুলিতেও থাবা বসানোর চেষ্টায় রয়েছে তৃণমূল কংগ্রেস।  যার মধ্যে অন্যতম আসাম-ত্রিপুরা-গোয়া এবং মেঘালয়। এরমধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র মেঘালয়েই প্রধান বিরোধী দল হিসেবে নজর কেড়েছে তৃণমূল। তবে বাকি তিন রাজ্যে এখনও পর্যন্ত নখের আঁচড়ও কাটতে পারেনি তৃণমূল কংগ্রেস।

তাই  এবার আসন্ন নির্বাচনের আগে আসাম দখলের ব্লু প্রিন্ট তৈরির করতেই বাংলার আইনমন্ত্রী তথা দলের দক্ষ সংগঠক মলয় ঘটকের ওপরেই আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত রবিবারেই রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্যে এসেই আসন্ন ২৬-এর নির্বাচন নিয়ে পালাবদলের ডাক দিয়ে ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন : উপনির্বাচন ঘিরে বিরাট শোরগোল! সিতাই কেন্দ্রের TMC প্রার্থীর হলফনামায় জাল সার্টিফিকেট?

অন্যদিকে সল্টলেকে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান থেকে ২৬-এর মনসার দখলের টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপির তারকা সেনাপতি মিঠুন চক্রবর্তী।  এ ব্যাপারে তৃণমূলের সাংবাদিক বৈঠকে আইন মন্ত্রী মলয় ঘটকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সটান জানিয়ে দিয়েছেন, ‘আগামী ৫০ বছরেও বাংলায় বিজেপি আসতে পারবে না’।

Malay

প্রসঙ্গত সদ্য, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এবার এই সুস্মিতা দেব আর মলয় ঘটকের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন অসমের তিন বিশিষ্ট ব্যক্তি। এই তিন জন হলেন শিশির দেব কলিতা, সঞ্জীব মহান্ত এবং দুলু ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর