আচমকাই দেবের ওপর রাগলেন সাবিত্রী! তুলতে গেলেন হাতও, কেসটা কি?

বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। তিনি তার অভিনয় দেখিয়ে মানুষকে মুগ্ধ করেছেন বারবার। সাদা-কালো ফ্রেমে একঢাল চুল, ডাগর ডাগর চোখ, আহা সেকি সৌন্দর্য, সেকি বাচনভঙ্গি আজও ভোলার নয়। বিশেষ করে উত্তম সাবিত্রীর জুটি যেনো সকলের কাছে বিশেষ প্রিয়। তবে তিনি শুধু সাদা, কালোই নয় রঙিন পর্দাতেও এখনো বেশ কাজ করতে দেখা যায়।

সাবিত্রী দেবী (Sabitri Chatterjee) এবং দেবের সঙ্গে ঠিক কি হয়েছিল:

প্রসেনজিৎ থেকে তাপস পাল সকলের সঙ্গেই তিনি অভিনয় করেছেন। এমনকি বাদ যাননি টলিউডে সুপার ডুপার স্টার দেবেও। তবে দেবের সাথেই কাজ করতে গিয়ে দেখা যায় বাক বিতণ্ডায় জড়িয়ে যেতে। দেবের একটি কথা কোনোমতেই মানতে পারেননি তিনি। যারফলে ক্ষেপে লাল হয়ে যান সাবিত্রী দেবী। এমনকি সেটের মধ্যেই দেবকে মারতেও উদ্যত হন। কি হয়েছিল সেদিন? কেনো রেগে গিয়েছিলেন সাবিত্রী দেবী।

আসলে ঘটনাটি বেশ কয়েকদিনের পুরোনো। আর এই ঘটনাটি ঘটে দাদাগিরির মঞ্চে। হামেশাই দাদাগিরির মঞ্চে কোনো না কোনো অভিনেতা, অভিনেত্রীরা এসে থাকেন। আর দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলী তাদের কর্মজীবন নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন। আর সেবার দাদাগিরির মঞ্চে এসেছিলেন বিশিষ্ট কয়েকজন অভিনেতা, অভিনেত্রীরা। তার মধ্যে অন্যতম ছিলেন দেব এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। এমনকি খেলাতেও জুটি বেঁধেছিলেন একসাথে। আর সেদিনই দাদাগিরি সেটে সৌরভ গাঙ্গুলী একটি প্রশ্ন করেন অভিনেত্রীকে।

আরও পড়ুন: ভারতের সাথে বিরোধের জের! এবার ঘুম উড়ল জাস্টিন ট্রুডোর, চরম সঙ্কটে কানাডার সরকার

সৌরভ গাঙ্গুলী সাবিত্রী দেবীকে (Sabitri Chatterjee) জিজ্ঞেস করেন, “দিদি তোমার থিয়েটার দিয়ে শুরু তো?” ওই দিক থেকে অভিনেত্রী মন্তব্য করেন, “আমার জীবন থিয়েটার দিয়েই শুরু।” এরপরেই দাদা জিজ্ঞেস করেন, “প্রথম থিয়েটার কি?” সাবিত্রী দেবী উত্তর দেন “ইহুদী”। এরপরই অভিনেত্রীকে সেই সময়ের বয়সের কথা জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, তখন তিনি ক্লাস থ্রিতে পড়তেন। এই শুনে ওখানে উপস্থিত সকলেই রীতিমতো অবাক হয়ে যান।

আরও পড়ুন: ধনতেরাসে কপাল খুলল আম্বানির! পেলেন ৫৭,৬৭,৭৯,৮১,৯৫৭ টাকা, লক্ষ্মীলাভ আদানিরও

এরপরই যখনই দাদা জিজ্ঞেস করেন, তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কতবছর ধরে আছেন? আর তখনই দেব বলে ওঠেন, কত ১০০? আর এমন কথা শুনে তো সাবিত্রী দেবী (Sabitri Chatterjee) রীতিমতো রেগে লাল হয়ে যেন। আর বলেন আমার কি ১০০ বছর বয়স হয়েছে নাকি, যদিও গোটা বিষয়টি ইয়ার্কির ছলেই ঘটেছে। তবে জানিয়ে রাখি এখানে কোনো রাগারাগি কিংবা কিছুই ঘটে নি। সাবিত্রী দেবীর সাথে বরাবরই দেবের স্নেহের সম্পর্ক। এখানে গোটা বিষয়টি হাসি মজার ছলেই ঘটেছে। এবং দাদাগিরির সেটে উপস্থিত সকলেই এই নিয়ে বেশ হাসাহাসিও করেন।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর