সে বাড়ির সদস্যের মতনই- শেষযাত্রায় কাঁধ দিলেন অমিতাভ-অভিষেক

 

বাংলা হান্ট ডেস্ক: ‘বচ্চন’ পরিবারে পরিচারিকা হিসাবে কাজ করছিলেন দীর্ঘ ৪০ বছর । বলা যেতে পারে একপ্রকার পরিবারেরই যেন সদস্য হয়ে উঠেছিলেন এই পরিচারিকা। সোমবার মৃত্যু হয় তার। বাড়ির পরিচারিকার মৃত্যুতে তাঁর শেষযাত্রায় কাঁধ দিতে দেখা গেল অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের এক ভক্ত শেয়ার করেছেন এই ছবি।

 

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের এই পদক্ষেপের প্রশংসা পেয়েছে নেটিজেনদের। তবে এই প্রথম নয়, এর আগেও নিজের ম্যানেজারের শেষযাত্রার সময়ও কাঁধ দিতে দেখা গিয়েছিল বিগ বি-কে।

a7ee6 img 20190626 wa0001 1

প্রসঙ্গত, কিছুদিন আগে বিহারের ২১০০ জন কৃষকের নেওয়া কৃষি ঋণ শোধ করেছিলেন বিগ বি। পাশে দাঁড়িয়েছেন পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের। অমিতাভ বচ্চনের নেওয়া এই প্রতি পদক্ষেপেরই প্রশংসা করছেন অনেকেই। অনেকের মতে এসবের মধ্যে দিয়ে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু অভিনেতা হিসাবেই নন, মানুষ হিসাবেও বড় মনের।

সম্পর্কিত খবর