বাংলাহান্ট ডেস্ক : প্রায় প্রতি মাসেই কোনো না কোনো বদল আসে বিভিন্ন ক্ষেত্রে। সেই সব বদলের প্রভাব কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে পড়ে আম জনতার উপর। আগামীকাল অর্থাৎ নভেম্বরের প্রথম দিন (1st November) থেকে বদল আসছে মোবাইল, রেল, LPG, ক্রেডিট কার্ডের মতো একাধিক সেক্টরে। আগে থেকে যদি এই বদলগুলি সম্পর্কে জেনে নেওয়া যায় তাহলে আখেরে লাভ হবে আপনারই।
এক নজরে দেখে নিন ১ লা নভেম্বর (1st November) থেকে কী কী বদল আসতে চলেছে।
• মোবাইল ফোনে নিয়ন্ত্রিত হবে স্প্যাম কলস ও মেসেজ : ট্রাই নির্দেশ দিয়েছে আগামী ১ লা নভেম্বর (1st November) থেকে বিশেষ টেকনোলজি ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে হবে গ্রাহকদের ফোনে আসা স্প্যাম কলস ও মেসেজ। মেসেজ ট্রেসেবিলিটির মাধ্যমে মোবাইল অপারেটররা শনাক্ত করে গ্রাহকদের সাবধান করবে স্প্যাম কলস ও মেসেজের ব্যাপারে।
• ৬০ দিন আগে অগ্রিম টিকিট বুকিং রেলে : ১২০ দিনের বদলে ৬০ দিন আগে এবার থেকে অগ্রিম টিকিট বুকিং করার সুযোগ থাকবে রেলে। নতুন এই নিয়ম বলবৎ হতে চলেছে ১লা নভেম্বর (1st November) থেকে।
• LPG সিলিন্ডারের দাম : প্রতি মাসের শুরুতে ডোমেস্টিক ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আনে সংস্থাগুলি। এবার নভেম্বর মাসে অর্থাৎ উৎসবের মরশুমে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আসে কিনা সেটাই দেখার।
আরোও পড়ুন : পড়ে আছে কিশোরের মুন্ডুহীন মৃতদেহ! মাথা কোলে নিয়ে বসে রইলেন মা, আতঙ্কিত এলাকাবাসী
• মিউচুয়াল ফান্ডে নতুন নিয়ম : সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) জানিয়েছে, এবার থেকে AMCs (অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি) কোম্পানিগুলিকে মনোনীত ব্যক্তিদের দ্বারা হওয়া ১৫ লাখ টাকার উপরের লেনদেন সম্পর্কে জানাতে হবে কমপ্লায়েন্স অফিসারকে।
• SBI ক্রেডিট কার্ড : অসুরক্ষিত কার্ডগুলিতে SBI মাসিক ৩.৭৫% ফিনান্স চার্জ লাগু করতে চলেছে ১ লা নভেম্বর থেকে।