BSF জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী মোদী, নিজের হাতে করালেন মিষ্টিমুখ

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গুজরাটের কচ্ছে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেনাদের সাথে দীপাবলি উদযাপন করেছেন। এইভাবে তিনি ভারতের সশস্ত্র বাহিনীর সাথে উৎসব পালনের তাঁর ঐতিহ্য অব্যাহত রাখলেন। ৩১ অক্টোবর তথা বৃহস্পতিবার, মোদী পশ্চিম সীমান্তে বিএসএফ পোস্ট পরিদর্শন করেন এবং সেনাদের সাথে কথা বলেন। এর পাশাপাশি, তিনি তাঁদের শুভ দীপাবলির শুভেচ্ছাও জানান।

জওয়ানদের সাথে দীপাবলির আনন্দে মেতে উঠলেন প্রধানমন্ত্রী (Narendra Modi):

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের বিভিন্ন স্থানে সামরিক কর্মীদের সাথে দীপাবলি উদযাপনের একটি ঐতিহ্য তৈরি করেছেন। প্রতি বছর, মোদী সামরিক স্থানগুলি পরিদর্শন করেন এবং সেখানে তিনি সেনাদের সাথে যোগাযোগ করে এই উৎসব উদযাপন করেন।

এদিকে, মোদী (Narendra Modi) এমন এক সময়ে বিএসএফ সেনাদের সাথে দীপাবলি উদযাপন করেছেন যখন বৃহস্পতিবার, এই উপলক্ষ্যে ভারত ও চিনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) বিভিন্ন সীমান্ত চৌকিতে একে অপরকে মিষ্টি বিতরণ করেছেন।

আরও পড়ুন: শুরু হবে আসল খেলা! এবার “হিমালয়”-এর দিকে নজর পড়ল আদানির, পরিকল্পনা জানলে চমকে যাবেন

প্রসঙ্গত উল্লেখ্য যে, চিন-ভারত সম্পর্কের একটি ইতিবাচক পদক্ষেপ চিহ্নিত করে পূর্ব লাদাখের ডেমচোক এবং ডেপসাং এলাকায় দু’টি সংঘর্ষ পয়েন্টে উভয় দেশ বিচ্ছিন্নতা সম্পন্ন করার একদিন পরে এই ঐতিহ্যগত বিষয়টি পালন করা হয়।

আরও পড়ুন: মুম্বাই টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারত! দল থেকে বাদ পড়লেন এই তারকা খেলোয়াড়, সামনে এল কারণ

এমতাবস্থায়, ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, “দীপাবলি উপলক্ষ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর