আচমকাই গায়েব! কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়ার সঙ্গে যা হল … ফাঁস হতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। রাজ্যের বহু শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ এই প্রতিষ্ঠান। এবার সেখানেই এমন এক ঘটনা ঘটল, যা প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

  • উধাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) শতাধিক ছাত্রছাত্রীর উত্তরপত্র!

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বহু কলেজ রয়েছে। সেখানে পড়াশোনা করেন প্রচুর ছাত্রছাত্রী। এবার সেই বিশ্ববিদ্যালয়েই এক নজিরবিহীন ঘটনা ঘটল। জানা যাচ্ছে, শতাধিক স্নাতকোত্তর পড়ুয়ার উত্তরপত্র (Answer Sheet) ‘গায়েব’ গয়ে গিয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ৩টি কলেজের ১২০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।

রিপোর্ট বলছে, স্নাতোকত্তর স্তরের প্রথম বর্ষের ১২০ জন ছাত্রছাত্রীর উত্তরপত্র মিলছে না। এর আগে নম্বর হারানোর অভিযোগ উঠলেও, সম্পূর্ণ উত্তরপত্র হারিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত বলেন, ‘যদি গাফিলতি থাকে, তাহলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য কলেজগুলি প্রস্তাব দিক’।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই ছুটি! দিওয়ালির জন্য ১-২ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ! কোথায় কোথায়? আগেভাগেই জানুন

সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই খাতাগুলি তিনজন পরীক্ষকের কাছে ছিল। তাঁদের মধ্যে একজন কোঅর্ডিনেটরের কাছে খাতা জমা করেন। সেখান থেকে পরীক্ষার্থীদের খাতা হারিয়ে যায়। এদিকে বাকি দু’জন পরীক্ষকের কাছ থেকেও খাতা হারিয়ে যায় বলে খবর।

University of Calcutta

রিপোর্ট বলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলিতে খাতা হারানোর এই ঘটনা ঘটেছে, সেই কর্তৃপক্ষকেই মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষের সামনে দু’টি প্রস্তাব রাখা হয়েছে বলে খবর। প্রথম, অন্য বিষয়ে সর্বাধিক নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে এবং দ্বিতীয়ত, আবার ওই ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে।

এদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অতীতে বহুবার প্রশ্ন উঠেছে। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) মতো নামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উত্তরপত্র হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটায় জোর শোরগোল পড়ে গিয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই তিন পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর