বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোয় বৃষ্টি হলেও কালীপুজোয় ভোগায়নি বৃষ্টি (Rainfall)। মোটের উপর ভালোই ছিল আবহাওয়া। এরপর একদিন বাদেই রয়েছে ভাইফোঁটা। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, ভাইফোঁটায় কোনও বৃষ্টি হবে না। আজ ও কাল হালকা বৃষ্টি হলেও রবিবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলার কিছু অংশে।
আজ থেকেই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের রেশ শুরু হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতায় আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এদিকে রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে। চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে।
আরও পড়ুন: ‘১৪ নভেম্বরের মধ্যে..,’ দুর্গামণ্ডপে দুষ্কৃতীদের ‘তাণ্ডব’! এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, ৫নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছেই। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা হাতে গোনা কয়েক জেলায়। আপাতত শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: অফলাইন বন্ধ! এবার বড় সিদ্ধান্তের পথে রাজ্য, জানুয়ারি থেকেই নিয়মে কড়াকড়ি
উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নেমেছে গত দু’দিনে। পাশাপাশি বৃষ্টিও হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদহ সব জেলাতেই। বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।