ঋণে জর্জরিত এই দেশের অভাব মেটাবেন আম্বানি! নিলেন বিরাট অ্যাকশন, তরতরিয়ে এগোবে অর্থনীতি

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা সমগ্র এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত মুকেশ আম্বানি (Mukesh Ambani) একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছেন। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আম্বানি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বাজিমাত করতে চলেছেন।। মূলত, তিনি আফ্রিকার একটি দেশের অর্থনীতিকে ঋণের কবল থেকে বের করে আনার জন্য বিরাট পরিকল্পনা গ্রহণ করেছেন।

বড় পদক্ষেপ আম্বানির (Mukesh Ambani):

জানিয়ে রাখি যে, ভারতে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তারের পর আম্বানি (Mukesh Ambani) এবার আফ্রিকাতেও প্রভাব বিস্তার করতে চাইছেন। মুকেশ আম্বানি ওই দেশে ব্যাঙ্কিং এবং ইন্টারনেটের সমস্যা সমাধান করতে চলেছেন। মূলত, আম্বানি আফ্রিকার দেশ ঘানাকে সাহায্য করার পরিকল্পনা করেছেন। এই দেশটি সারা বিশ্বে তার কফির জন্য বিখ্যাত। কিন্তু, বর্তমানে এই দেশে প্রবল ঋণ সঙ্কটের সম্মুখীন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মুকেশ আম্বানি সেখানে একটি হাই-স্পিড ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির কাজ করছেন। এর ফলে সেখানকার ব্যাঙ্কিং ব্যবস্থাকে ভালোভাবে সাপোর্ট করা যাবে।

Mukesh Ambani will fill the deficit of this debt-ridden country.

সস্তায় 5G কানেক্টিভিটি প্রদান করা হবে: মুকেশ আম্বানির সহায়তায় ঘানা তাদের প্রথম 5G নেটওয়ার্ক চালু করতে চলেছে। এতে শুধু দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে না, পাশাপাশি ডেটার খরচও কমবে। এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও সহায়ক হবে।

আরও পড়ুন: কেন শ্রেয়স আইয়ারকে ছাড়তে বাধ্য হল KKR? রাখঢাক না রেখে কারণ জানালেন ভেঙ্কি, অবাক অনুরাগীরা

জানা গিয়েছে যে, নেক্সট জেনারেল ইনফ্রা কোম্পানি গত শুক্রবার থেকেই সেখানে দেশের প্রথম 5G নেটওয়ার্ক পরিষেবা সরবরাহ করা শুরু করেছে। ঘানার যোগাযোগ ও ডিজিটালাইজেশন মন্ত্রী উরসুলা ওউসু একুফুল এই তথ্য জানিয়েছেন। এদিকে, মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি Relinace Jio পরবর্তী প্রজন্মের ইনফ্রা কোম্পানিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কিভাবে তারা ভারতে সাফল্য অর্জন করেছে তাও শেয়ার করবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, মুকেশ আম্বানি ২০১৬ সালের সেপ্টেম্বরে Reliance Jio চালু করেছিলেন। গ্রাহক সংখ্যার দিক থেকে আজ এটি দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: BSF জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী মোদী, নিজের হাতে করালেন মিষ্টিমুখ

ঘানায় ব্যবসা বাড়বে এবং অর্থনীতি বৃদ্ধি পাবে: এদিকে, ঘানার এই নতুন প্রচেষ্টায় দেশের অর্থনীতির উন্নতির জন্য হাই-স্পিড ইন্টারনেটের ওপর ফোকাস করার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। বর্তমানে, ঘানার অর্থনীতি ঋণে জর্জরিত রয়েছে। ET-র একটি রিপোর্ট অনুসারী জানা গিয়েছে, গত জুলাই মাসে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো ৫০.৩ কোটি ডলারের ঋণ প্রকল্প শুরু করেছিলেন। যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদান করা হচ্ছে। কারণ এই ব্যবসাগুলি ঘানার GDP-তে ৭০ শতাংশের অবদান রাখে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর