বাংলা হান্ট ডেস্কঃ ভাইফোঁটার দিন একদিকে যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন দিদি-বোনেরা। তেমনই দিদি-বোনেদের আগলে রাখার প্রতিশ্রুতি নেয় ভাইয়েরা। এবার এই দিনেই বিরাট সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভাইফোঁটার দিনই বড় ঘোষণা কিঞ্জলের (Kinjal Nanda)
রবিবার সকালে রাজ্যজুড়ে যখন ভাইফোঁটা (Bhai Phota) উদযাপিত হচ্ছে, তখন সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কিঞ্জল। প্রতিবাদকারী এই জুনিয়র চিকিৎসক লেখেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখিও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি’।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে কিঞ্জলের এই পোস্ট। একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘আমি বলব, আরও রাখি পর, আরও ফোঁটা নে। একটা বাহিনী বানা বোনেদের নিয়ে। তারাই পারবে তোর লড়াইকে সফল করতে। লড়াই করতেই তো যৌথ অবস্থানের দরকার। আর সেইটাই তো আল্টিমেট শক্তি’। আরেকজন আবার কমেন্ট করেছেন, ‘বিচার ছিনিয়ে আনবি তোরা। এটাই হবে যথার্থ ভাইফোঁটার প্রতিদান’।
আরও পড়ুনঃ যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার ১! মুম্বই পুলিশের জালে কে? ফাঁস হতেই তোলপাড়
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ। রাজপথে নেমে মিছিল থেকে শুরু করে আমরণ অনশন, কোনও কিছুই বাদ দেননি তাঁরা। সেই আন্দোলনের অন্যতম ‘মুখ’ হলেন কিঞ্জল নন্দ।
এদিকে সামনে পরীক্ষা হওয়ায় এখন পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। তবে ন্যায়বিচার পাওয়ার লড়াই যে থেমে যায়নি তা কিঞ্জলদের (Kinjal Nanda) সমাজমাধ্যমে চোখ রাখলেই বেশ বোঝা যায়। এবার যেমন ভাইফোঁটার দিন বড় ঘোষণা করলেন এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসক।