বড়সড় ক্ষতির সম্মুখীন আদানি-আম্বানি! লাফিয়ে কমল সম্পদের পরিমাণ, পিছিয়ে গেলেন ধনীদের তালিকায়

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক দরপতনের প্রভাব দেশের ধনী ব্যক্তিদের মোট সম্পদকে যথেষ্ট ধাক্কা দিয়েছে। গত সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির নেট ওয়ার্থে ব্যাপক পতন হয়েছে। একইভাবে, আদানি গ্রুপের মালিক গৌতম আদানির সম্পদও এক দিনে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই কারণে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) তাঁদের দু’জনের র‌্যাঙ্কিংও পিছিয়ে গিয়েছে।

ধনকুবেরদের তালিকায় (Billionaires List) পিছিয়ে গেলেন আদানি-আম্বানি:

মুকেশ আম্বানি ২৩,৩৯০ কোটি টাকা হারিয়েছেন: সোমবার মুকেশ আম্বানির মোট সম্পদের ক্ষতি হয়েছে ২.৭২ বিলিয়ন ডলার বা ২৩,৩৯০ কোটি টাকা। এই কারণে তাঁর মোট সম্পদ ৯৮.৯ বিলিয়ন ডলার কমে গেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স লিস্ট অনুসারে, মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) ১৭ তম স্থানে নেমে এসেছেন। এই বছর এখনও পর্যন্ত মুকেশ আম্বানির মোট সম্পদ ২.৪২ বিলিয়ন ডলার বেড়েছে।

Mukesh Ambani and Gautam Adani fell behind in the Billionaires List.

গৌতম আদানি ১৭,৩৩২ কোটি টাকা হারিয়েছেন: অপরদিকে, সোমবার গৌতম আদানির মোট সম্পত্তিতে ২.০৬ বিলিয়ন ডলার বা ১৭,৩৩২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই কারণে তাঁর মোট সম্পদ কমে ৯২.৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স লিস্ট (Billionaires List) অনুসারে গৌতম আদানি এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১৮ তম স্থানে নেমে এসেছেন। এই বছর এখনও পর্যন্ত, গৌতম আদানির মোট সম্পত্তিতে ৮.০৫ বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: “রোহিত শর্মার অধিনায়কত্ব করা উচিত নয়…”, বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগেই বড় প্রতিক্রিয়া এই কিংবদন্তির

বিশ্বের শীর্ষ ধনকুবেরদের সম্পদের পরিমাণও কমেছে: উল্লেল্য যে, শুধু আদানি-আম্বানিই নয়, বরং, গত সোমবার বিশ্বের শীর্ষ-৫ ধনকুবেরের মোট সম্পদেও বড় ধরণের পতন হয়েছে। তালিকা (Billionaires List) অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪.৩৯ বিলিয়ন ডলার কমেছে।

আরও পড়ুন: নয়া আকর্ষণীয় অফার নিয়ে উপস্থিত TreasureNFT; Blind Box Airdrop-এ মিলবে হাজার হাজার টাকা

এদিকে, এই তালিকায় (Billionaires List) দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের মোট সম্পদে ১.৯৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি তৃতীয় স্থানে থাকা মার্ক জুকেরবার্গের সম্পদের পরিমাণ ২.২৩ বিলিয়ন ডলার কমেছে। এছাড়াও, চতুর্থ ধনী ব্যক্তি, ল্যারি এলিসনের মোট সম্পদ ৫৩৮ মিলিয়ন ডলার কমেছে। এদিকে, পঞ্চম ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্টের সম্পদেও ৩৫৩ মিলিয়ন ডলারের পতন ঘটেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর