“সামর্থ্য নিয়ে সন্দেহ শুরু হয়”, গম্ভীর-সূর্যকুমারকে কৃতজ্ঞতা জানিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সঞ্জু

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) একের পর এক দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে ৫০ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন স্যামসন। যার ওপর ভর করে ভারত ওই ম্যাচটি ৬১ রানে জিতে যায়। এদিকে, তারপরেই বড় প্রতিক্রিয়া দিয়েছেন সঞ্জু। তিনি জানিয়েছেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমাগত ব্যর্থতার কারণে প্রাথমিকভাবে তাঁর সামর্থ্য নিয়ে নিজেই সন্দেহ করতে শুরু করেন। কিন্তু, তাঁর অধিনায়ক এবং কোচের সমর্থনে সঞ্জু দুর্ধর্ষ কামব্যাক করতে সক্ষম হন।

নীরবতা ভাঙলেন সঞ্জু (Sanju Samson):

“সামর্থ্য নিয়ে আমার সন্দেহ হতে শুরু করে”: ওই ম্যাচের পর সঞ্জু স্যামসন (Sanju Samson) জানান যে, “আমি আমার কেরিয়ারে অনেক ব্যর্থতার মুখোমুখি হয়েছি। আমি মনে করি আপনি যখন সেই ব্যর্থতার মধ্য দিয়ে যান, তখন আপনার মনে অনেক সন্দেহ জাগে। সোশ্যাল মিডিয়াও অবশ্যই তার ভূমিকা পালন করে। সঞ্জু বলেন, “তবে আপনিও নিজের সম্পর্কে অনেক কিছু ভাবতে থাকেন। আমিও ভেবেছি সঞ্জু, তুমি কি আন্তর্জাতিক পর্যায়ের জন্য তৈরি না? IPL-এ ভালো খেলছি। আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফর্ম করছি না কেন? এরকম অনেক প্রশ্ন আমার মনে এসেছিল। কিন্তু এত বছরের অভিজ্ঞতার পর আমি জানতাম আমি কি করতে পারি।”

নীরবতা ভাঙলেন সঞ্জু: ভারতের এই তারকা প্লেয়ার (Sanju Samson) বলেন, “আমি যদি ক্রিজে কিছু সময় কাটাই, আমার স্পিন এবং ফাস্ট বোলারদের মারার ক্ষমতা আছে এবং আমি জানি যে আমি অবশ্যই দলের জন্য ভালো অবদান রাখতে পারি। আমি ম্যাচও জেতাতে পারব। এটাও একটা বাস্তবতা। সেখানে অবশ্যই একাধিক উত্থান-পতন আছে, তবে উল্টোটাও সত্যিই ভালো। আমি নিজেকে এই কথা বলতে থাকতাম।”

Sanju Samson finally broke the silence.

নিয়েছেন গম্ভীর ও সূর্যকুমারের নাম: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০ বছর বয়সী এই খেলোয়াড়ের পারফরম্যান্স ভালো ছিল না। তবে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় T20 ম্যাচে সঞ্জু (Sanju Samson) ১১১ রান করেন এবং তারপরে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। কেরালার এই খেলোয়াড় সূর্যকুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীরকে তাঁর খারাপ সময়ে তাঁকে সমর্থন করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: “মিথ্যে ছড়াবেন না….”, জাতিসংঘে পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা ভারতের, কারণ জানলে আপনারও হবে রাগ

কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারত: সঞ্জু স্যামসন (Sanju Samson) বলেছেন, “যখন আপনার কাছে সূর্যকুমার যাদবের মতো অধিনায়ক এবং গৌতম ভাই ও ভিভিএস লক্ষ্মণ স্যারের মতো সহযোগী থাকেন, তাঁরা সমস্ত ব্যর্থতার সময় সমর্থন করেন। ব্যর্থতায় তাঁরা যেভাবে যোগাযোগ করেন তা খুবই গুরুত্বপূর্ণ। সবাই জানে একটি নেতিবাচক পর্যায়ে আছি। সেক্ষেত্রে খেলোয়াড়ের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে।”

আরও পড়ুন: মঙ্গল গ্রহে ৩.৪২ বিলিয়ন বছরের পুরনো মহাসাগর খুঁজে পেল চিনের রোভার! বিজ্ঞানীরা জানালেন অবাক করা তথ্য

ছোট ছোট বিষয় বড় ভূমিকা পালন করে: স্যামসন (Sanju Samson) বলেন, “ওই সময় গৌতম ভাই এবং সূর্যকুমার আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। শূন্য রানে আউট হওয়ার পর ক্যাপ্টেন যখন বলবেন কিভাবে অনুশীলন করতে হবে, তার মানে ক্যাপ্টেন আপনার ওপর আস্থা রেখেছেন। তিনি চান ভালো পারফর্ম করি। তাই আমি মনে করি, এই সমস্ত ছোট ছোট বিষয় সাফল্যের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর