মনের সুখে দিচ্ছিলেন ছাপ্পা ভোট! হাতেনাতে ধরা পড়তেই আটক মাদারিহাটের BJP প্রার্থী

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই শুরু হয়েছে ভোট যুদ্ধ! আরজিকর কান্ডের পর আজ রাজ্যের প্রথম ভোট। বুধবার রাজ্যের মোট পাঁচটি জেলার ছয়টি কেন্দ্রে চলছে উপনির্বাচন। নির্বিঘ্নে নির্বাচন করার জন্য সকাল থেকেই প্রত্যেকটি ভোট-কেন্দ্র নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ে গেল BJP প্রার্থী

অশান্তি রুখতেই  পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি আধা সেনা। শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন-ও। কিন্তু তারপরেও নিরাপত্তার ফাঁকফোকড় গলেই  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক বিক্ষিপ্ত অশান্তির খবর।

এরই মধ্যে সাড়ে বারোটা নাগাদ বুথের দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি (BJP) প্রার্থী রাহুল লোহারের বিরুদ্ধে। ইচ্ছামতো ছাপ্পা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে মাদিরহাটের  এই  বিজেপি প্রার্থীকে।খবর জানাজানি হতেই এই বিজেপির প্রার্থীকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন: সবার জন্য বন্ধ নৈহাটির বড়মার মন্দির! TMC প্রার্থী প্রবেশের অনুমতি পেলেন কীভাবে? তুমুল বিক্ষোভ

আচমকা ভোট চলাকালীন  নৈহাটির ভাটপাড়া কেঁপে ওঠে গুলির শব্দে। এই গোলাগুলিতে মৃত্যু হয় তৃণমূল নেতা অশোক সাউয়ের। সকাল থেকে এখনও  পর্যন্ত রাজ্যের যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেখান থেকে নির্বাচন কমিশনের কাছে মোট ৪১ টি অভিযোগ জমা পড়েছে।  এর মধ্যে ১৬টি অভিযোগ বিজেপির (BJP) ।

BJP

ভোটের দিনেই মেদিনীপুরের ভোটারদের খাবার দিচ্ছিল বিজেপি (BJP)। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল।  নির্বাচনের দিনেই নৈহাটির বিজেপি প্রার্থী রূপক পাত্র ভোটের প্রচারে বেরিয়ে ছিলেন। এই খবর জানাজানি হতেই তার বিরুদ্ধেও  ওঠে  বিধি  ভঙ্গের অভিযোগ। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর