বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। ইতিমধ্যেই এই টেস্ট সিরিজের দিকে চোখ রয়েছে ক্রিকেট অনুরাগীদের। তবে, বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী দল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই, উভয় শিবির থেকেই কথার যুদ্ধ শুরু হয়েছে। যেখানে সম্প্রতি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় রিকি পন্টিংয়ের একটি বিবৃতিতে কড়া আক্রমণ করেছিলেন। যার পরে এখন পন্টিংও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন গম্ভীরের উদ্দেশ্যে।
গম্ভীরের (Gautam Gambhir) উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া পন্টিংয়ের:
রিকি পন্টিং একটি বিবৃতিতে বিরাট কোহলির ফর্ম সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছিলেন। এর পরে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সাংবাদিক সম্মেলনের সময় পন্টিংকে তিরস্কার করেন এবং তাঁকে শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটে মনোনিবেশ করার পরামর্শ দেন। অপরদিকে এখন পন্টিং গম্ভীরকে একটি “খিটখিটে চরিত্র” বলে অভিহিত করে তাঁর ওপর তীব্র আক্রমণ করেছেন।
Ricky Ponting hits back at Gautam Gambhir over press conference remarks #Cricket #BGT #Gambhir #Ponting #AUSvIND pic.twitter.com/w333tm7fhf
— Sportskeeda (@Sportskeeda) November 13, 2024
গৌতম গম্ভীরের বক্তব্যে পাল্টা প্রতিক্রিয়া পন্টিংয়ের: রিকি পন্টিং 7 নিউজের সাথে কথা বলার সময় বলেন, “আমি সেই বিবৃতিটি পড়ে একেবারেই অবাক হয়েছিলাম। তবে, আমি কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) জানি এবং তিনি একজন খিটখিটে চরিত্র। তাই তাঁর প্রতিক্রিয়ায় আমি মোটেও বিস্মিত নই।”
রিকি পন্টিং বিরাট কোহলি সম্পর্কে দেওয়া বক্তব্যের বিষয়ে আরও স্পষ্ট করে বলেছেন “আমি কোহলির ওপর কোনও আক্রমণ করিনি। বরং আমি যা বলতে চেয়েছিলাম তা হল বিরাট অস্ট্রেলিয়ায় ভালো পারফরম্যান্স করেছে এবং সে এখানে আবারও ভালো পারফরম্যান্স দেখাতে আগ্রহী হবে। বিরাটকে জিজ্ঞাসা করলে সে নিজেও চিন্তিত হবে। কারণ সে আগের মতো সেঞ্চুরি করেনি।”
আরও পড়ুন: সমুদ্র নয়, দিঘায় এবার নয়া আকর্ষণ! ভিড় জমাচ্ছেন পর্যটকরা, জানলে হয়ে যাবেন খুশি
এদিকে, পন্টিংকে নিজের দল নিয়ে ভাবতে পরামর্শ দিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দল অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে রিকি পন্টিং সম্পর্কে গৌতম গম্ভীর বলেছিলেন যে, “ভারতীয় ক্রিকেটের সঙ্গে পন্টিংয়ের কী সম্পর্ক? তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবেন। কোহলি এবং রোহিত খুব শক্তিশালী খেলোয়াড়। দু’জনেই ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও দুর্দান্ত পারফর্ম করবেন।”