এবার ১০০% ‘Placement Guaranteed’ বললেই শেষ! প্রতিশ্রুতি ভঙ্গে চরম শাস্তি, কড়া সিদ্ধান্ত কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন কোচিং সেন্টার ও এডুকেশনাল ইনিস্টিটিউটের মিথ্যা বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বন্ধ করতে কড়া অবস্থান সরকারের। কোচিং সেন্টার ও এডুকেশনাল ইনিস্টিটিউটগুলি পরীক্ষায় পাশ করানোর বা চাকরির গ্যারান্টির বিজ্ঞাপন দিতে পারবে না। এমনকি বিজ্ঞাপনে টপারদের ছবিও ব্যবহার করতে পারবে না কোচিং সেন্টারগুলি।

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতরের (Central Consumer Protection Authority) নয়া নিয়ম

সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথারিটি (Central Consumer Protection Authority) বা ক্রেতা সুরক্ষা দফতর। বেশকিছু সময় ধরে ক্রেতা সুরক্ষা দফতরের কাছে এই ইনস্টিটিউট ও কোচিং সেন্টারগুলির (Coaching Centre) বিরুদ্ধে আসছিল বিস্তর অভিযোগ।

Central Consumer Protection Authority

তারপর বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রুখতে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতরের (Central Consumer Protection Authority) সেক্রেটারি নিধি খারে বুধবার জানান,  “আমরা দেখেছি যে কোচিং সেন্টারগুলি বিভিন্ন সময়ে পড়ুয়াদের থেকে অনেক তথ্য লুকোয়। ছাত্রদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলে। তাই আমরা গাইডলাইন এনেছি যাতে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আসে।”

আরোও পড়ুন : ট্যাব কেলেঙ্কারিতে জড়িত শিক্ষা দপ্তরের কেউ? ‘তরুণের স্বপ্ন’ চুরি নিয়ে লালবাজার-ভবানী ভবন কী বলছে

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতর গাইডলাইন জারি করার পর নোটিশ পাঠিয়েছে ৫৪ টি কোচিং সেন্টারকে। সূত্রের খবর, ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে এই কোচিং সেন্টারগুলিকে জরিমানা করা হয়েছে মোট ৫৪.৬০ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে কোচিং সেন্টারগুলির জন্য জারি করা হয়েছে নির্দিষ্ট গাইড লাইন। সেই গাইড লাইন অনুযায়ী বিজ্ঞাপন করতে হবে সেন্টারগুলিকে।

coaching 759

নতুন গাইড লাইন অনুযায়ী কোর্সের নাম, সেটির মেয়াদ, শিক্ষকদের যোগ্যতা, রিফান্ড পলিসি, চাকরির প্রতিশ্রুতি কতটা সত্যি, সেই সম্পর্কিত বিষয় উল্লেখ করতে হবে বিজ্ঞাপনে। নতুন গাইড লাইনে বলা হয়েছে, কোচিং সেন্টারগুলি তাদের বিজ্ঞাপনে সম্মতি ছাড়া ব্যবহার করতে পারবে না টপারদের ছবি। লিখিত সম্মতি থাকলে তবেই ব্যবহার করা যাবে ছবি। পাশাপাশি বিজ্ঞাপনে দিতে হবে সতর্কতামূলক বার্তাও।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর