বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সন্ধ্যার ঘটনা। কসবায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয়। এবার এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল মাস্টারমাইন্ড ইকবাল। কসবা কাণ্ডের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই মূল চক্রীকে পাকড়াও করলেন গোয়েন্দারা। পূর্ব বর্ধমানের গলসি থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
তৃণমূল কাউন্সিলরকে (Trinamool Congress) খুনের চেষ্টা! গ্রেফতার মাস্টারমাইন্ড
শনিবার সকাল ঘটনাস্থলে হাজির হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এরপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সামনে এল কসবা কাণ্ডের (Kasba Councilor Case) মাস্টারমাইন্ডের গ্রেফতারির খবর। অভিযুক্ত ইকবালের থেকে তথ্য নিয়ে সবটা জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিন সকালেই তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর সুশান্তকে খুনের চেষ্টার এই ঘটনা নিয়ে মুখ খোলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশ বিভাগকে কার্যত একহাত নিয়ে তিনি প্রশ্ন করেন, এত বাইরের ক্রিমিনাল আসছে কী করে? সেই সঙ্গেই ‘আন্তঃরাজ্য ক্রিমিনাল’দের আটকানোর কথা বলেন তিনি।
আরও পড়ুনঃ টাকার জন্য ব্ল্যাকমেল! সুইসাইড নোটে মহিলার নাম! তৃণমূল কাউন্সিলর মৃত্যুতে তোলপাড় করা মোড়
ফিরহাদ বলেন, ‘পুলিশকে খুঁজে বের করতে হবে উদ্দেশ্য কী এবং কারা করেছে’। এরপর বিকেলেই জানা গেল, কসবা কাণ্ডের মূল চক্রীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা করা হয়েছিল? গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা? মাস্টারমাইন্ড ইকবালকে গ্রেফতার করে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই বসেছিলেন কলকাতা পুরসভার ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সময় স্কুটারে চেপে দু’জন দুষ্কৃতী সেখানে আসেন। তাঁদের মধ্যে একজন পরপর বেশ কয়েকবার তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এরপর পালানোর চেষ্টা করলে সুশান্ত এবং তাঁর অনুগামীরা তাঁকে ধরে ফেলে। সুশান্তের বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনা ধরা পড়েছে।