অভিষেককে পুলিশমন্ত্রী করার দাবি! ‘মমতার থেকে বলিষ্ঠ কেউ নন’! ফিরহাদের কথায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের গুঞ্জন আগেও সংবাদের শিরোনামে উঠে এসেছে। ২০২৪ লোকসভা ভোটের সময়ও একবার মাথাচাড়া দিয়েছিল এই জল্পনা। যদিও শীর্ষ নেতৃত্ব বরাবর তা সুকৌশলে সামলে এসেছে। তবে এবার সরাসরি মমতা (Mamata Banerjee) এবং অভিষেকের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে পুলিশমন্ত্রী করার দাবি তুলেছেন ভরতপুরের জোড়াফুল বিধায়ক হুমায়ুন কবীর। এবার এর পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

  • ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন’! মন্তব্য ফিরহাদের (Firhad Hakim)

সোমবার অভিষেককে (Abhishek Banerjee) রাজ্যের ‘ফুলটাইম’ পুলিশমন্ত্রী করার দাবি তোলেন হুমায়ুন। তৃণমূল বিধায়ক বলেন, ‘ফুলটাইমের একজন পুলিশমন্ত্রী যদি থাকেন, তাহলে আমার মনে হয়, তাঁর নজর এড়িয়ে কোনও অপরাধ সংগঠিত হবে না’। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি পুলিশমন্ত্রী হিসেবে মমতার ওপর আস্থা রাখতে পারছেন না হুমায়ুন? অভিষেকের হয়ে তিনি সওয়াল করতেই অনেকের মনে দেখা দেয় এই প্রশ্ন।

এবার ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যের পাল্টা দিলেন ফিরহাদ (Firhad Hakim)। তিনি জোর গলায় বলেন, ‘যারা এত কথা বলছে, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ভোটে নামুক। তারপর জয়ী হয়ে দেখাক। বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সবদিক থেকে বলিষ্ঠ নেত্রী। এখনও উনি সব দফতর ও দলকে নেতৃত্ব দিতে সক্ষম’।

আরও পড়ুনঃ মুনমুনকে গ্রিন করিডরে আনার নির্দেশ! ‘আত্মীয়কে হারালাম’! ভরতের প্রয়াণে বললেন মুখ্যমন্ত্রী

মমতার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে, একথা পরিষ্কার করে দেওয়ার পাশাপাশি অভিষেককে নিয়েও কথা বলেন ফিরহাদ। তৃণমূল (Trinamool Congress) সেনাপতিকে নিয়ে প্রশ্ন করা হতেই জবাব আসে, ‘অভিষেক আমাদের সন্তান। যখন ওর কথা হবে তখন দেখা যাবে। তবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন’।

firhad hakim

সাম্প্রতিক অতীতে অভিষেককে নিয়ে তৃণমূলের একাধিক নেতার মুখে একাধিক কথা শোনা গিয়েছে। কেউ তাঁকে ‘ভবিষ্যতের মুখ্যমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন, কেউ আবার তাঁকে পুলিশমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এদিকে ফিরহাদের (Firhad Hakim) আস্থা এখনও রয়েছে মমতাতেই। তৃণমূল সুপ্রিমো এখনও দলের পাশাপাশি সব দফতরের নেতৃত্ব দিতে সক্ষম, স্পষ্ট বলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর